ভূমধ্যসাগর থেকে ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

উদ্ধার হওয়া চার শতাধিক অভিবাসনপ্রত্যাশী সিসিলি পৌঁছেছেন। ১৮ জুন, ইতালিতে।
ছবি: রয়টার্স

ইতালি হয়ে ইউরোপে প্রবেশ করতে ভূমধ্যসাগরের বিপজ্জনক জলসীমা অতিক্রম করেন অভিবাসনপ্রত্যাশীরা। অনেক সময় ঘটে দুর্ঘটনা। অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ডুবে যায় নৌকা। মারা যান অনেকেই। জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে যাওয়া এমন চার শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সিসিলির অগাস্তা বন্দরে এসব অভিবাসনপ্রত্যাশীকে নিরাপদে পৌঁছে দিয়েছে উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস। তাঁদের বেশির ভাগই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে যাচ্ছিলেন। এই দলে শতাধিক শিশু রয়েছে। উদ্ধার হওয়া অনেকে নানা অসুখে আক্রান্ত হয়েছেন।

১০ জুন লিবিয়া উপকূল থেকে অভিবাসনপ্রত্যাশীদের প্রথম দলটিকে উদ্ধার করে জিও ব্যারেন্টস। এরপর ধাপে ধাপে আরও কয়েকটি দলকে উদ্ধার করা হয়েছে। অবশেষে আজ সবাই ইতালির উপকূলে পৌঁছেছেন। সিসিলি পৌঁছালেও করোনার সংক্রমণ এড়াতে তাঁদের এখন অন্য একটি জাহাজে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

এদিকে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ১৮ হাজার ১৭০ অভিবাসনপ্রত্যাশী ইতালির উপকূলে পৌঁছেছেন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৫ হাজার ৬৯৬।