ভূমধ্যসাগরের বিতর্কিত স্থানে আবার জাহাজ পাঠাচ্ছে তুরস্ক

গ্রিসে পাঠানো গবেষণা জাহাজ ভূমধ্যসাগরের বিতর্কিত সীমানায় ফিরিয়ে আনবে তুরস্ক
ছবি: রয়টার্স

ভূমধ্যসাগরের বিতর্কিত সীমানায় আবার জ্বালানি গবেষণার জাহাজ পাঠাচ্ছে তুরস্ক। তুরস্কের নৌবাহিনী গতকাল রোববার এ কথা জানিয়েছে।

গত আগস্ট মাসে গ্রিস, তুরস্ক ও সাইপ্রাসের দাবি করা ওই এলাকায় জরিপ করতে জাহাজটি পাঠিয়েছিল তুরস্ক। এরপর থেকে ওই অঞ্চলে উত্তেজনা বেড়ে যায়।

বিবিসির আজ সোমবারের খবরে জানা যায়, বিতর্কের ফলে সেপ্টেম্বর মাসে তুরস্ক ওরুচ রেইস নামের জাহাজটি সরিয়ে নেয়। বিতর্কিত এই ইস্যু সমাধানের জন্য দেশগুলোর মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা চলছিল।

আঙ্কারা বলেছে, ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে জাহাজটি ১০ দিন ধরে গবেষণা চালাবে। অটোমান ও সেনগিজ হ্যান নামের আরও দুটি জাহাজ ওই জাহাজের সঙ্গে থাকবে।
গ্রিস ও তুরস্ক দুই দেশই ন্যাটোর সদস্যভুক্ত। সীমান্তবিরোধ ও সমুদ্রের অধিকার নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে অনেক আগে থেকেই।

১০ আগস্ট তুরস্ক বিতর্কিত জলসীমায় ভূমিকম্প গবেষণার জন্য জাহাজ মোতায়েন ও দুটি যুদ্ধজাহাজ পাঠানোর পর উত্তেজনা বাড়ে।

গ্রিসের দ্বীপ কাস্তেলোরিজোর দক্ষিণে গ্যাস ও তেলের অনুসন্ধানের জন্য ওরুচ রেইসের সঙ্গে আরও দুটি জাহাজ পাঠানো হয়। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে তীব্র প্রতিবাদ জানায়।

এ দফায় বিতর্কিত অঞ্চলে গিয়ে জাহাজ সেখানে ১০ দিন থাকবে বলে জানিয়েছে তুরস্ক।