মাঝআকাশে ২ উড়োজাহাজের সংঘর্ষে নিহত ৫

ফ্রান্সের পশ্চিম-মধ্যাঞ্চলে মাঝআকাশে ছোট দুটি উড়োজাহাজের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।ছবি: এএফপি

ফ্রান্সের পশ্চিম–মধ্যাঞ্চলে মাঝআকাশে ছোট দুটি উড়োজাহাজের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার টুউ শহরের দক্ষিণ–পূর্বাঞ্চলে এ সংঘর্ষ হয়।

বিবিসির খবরে জানা যায়, ৫০ জনের অগ্নিনির্বাপক বাহিনীসহ জরুরি দল ঘটনাস্থল ঘিরে রেখেছে। উড়োজাহাজগুলো নিচে নামার পর কারও ক্ষতি হয়নি।

দুজন আরোহী নিয়ে ছোট উড়োজাহাজটি টুউ শহর থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত লোচেস শহরে একটি বাড়ির সীমানাপ্রাচীরে গিয়ে পড়ে। একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, বাড়িটির বৈদ্যুতিক মিটারে পড়ে যাওয়ার পর আগুন ধরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

ডায়মন্ড ডিএ৪০ নামে বড় উড়োজাহাজটি জনশূন্য এলাকা থেকে ১০০ মিটার দূরে গিয়ে পড়ে। উড়োজাহাজটিতে তিনজন পর্যটক আরোহী ছিলেন। স্থানীয় সরকারি কর্মকর্তা নাদিয়া সেগহায়ার এএফপিকে জানান, সংঘর্ষে তাঁরাসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

উড়োজাহাজটি দ্রুত খুঁজে পেতে লিয়ন থেকে উড়োজাহাজের জরুরি কর্মকর্তাদের আনা হয়। দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। সংঘর্ষের কারণ জানা যায়নি। স্থানীয় পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনাস্থলে স্থানীয় ব্যক্তিদের না যেতে বলা হয়েছে। ওই এলাকার বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ওই এলাকার বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শী জেনেভিভে অলওয়ার্ড লিয়েবার্ট বলেন, উড়োজাহাজটি নিচে নামার পর তিনি প্রচণ্ড আওয়াজ শোনেন।

মাঝআকাশে ছোট উড়োজাহাজগুলোর এ রকম সংঘর্ষের ঘটনা খুব বেশি ঘটে না। ১৯৯৮ সালে ব্রিটানি উপকূলে কুইবেরন বে অফ এলাকায় মাঝআকাশে দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে ১৫ জন নিহত হন।

টুউ শহরের মেয়র মার্ক অ্যাঞ্জেনাল্ট বলেন, লোচেসের আশপাশে কোনো এয়ার ট্রাফিক নেই। এটি অবিশ্বাস্য ধরনের দুর্ঘটনা।