মান খারাপ, তাই চীনের মাস্ক প্রত্যাহার করল নেদারল্যান্ডস

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মানসম্পন্ন না হওয়ায় চীন থেকে নেওয়া ৬ লাখ সুরক্ষা মাস্ক প্রত্যাহার করেছে নেদারল্যান্ডস। এই মাস্কগুলো বিভিন্ন হাসপাতালে দেওয়া হয়েছিল। বিবিসির খবরে এ তথ্য বলা হয়।

নেদারল্যান্ডসে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এএফপিকে জানায়, ২১ মার্চ ১৩ লাখ মাস্ক এখানে আসে। এর মধ্যে ৬ লাখ মাস্ক বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিতরণ করা হয়। কিন্তু এসব মাস্ক ঠিকভাবে পুরো মুখ ঢাকে না, আবার কিছু কিছু মাস্কের ফিল্টার ত্রুটিপূর্ণ।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাকি শিপমেন্ট স্থগিত করা হয়েছে। আর যেসব মাস্ক তাদের হাতে আছে, সেগুলোও বিতরণ করা হবে না।

এরই মধ্যে নেদারল্যান্ডসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৭১ জনের মৃত্যু হয়েছে। ১ কোটি ৭০ লাখ মানুষের এই দেশে বর্তমানে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮৬৬।