রাজকাজ থেকে হ্যারি–মেগানের চিরবিদায়

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলরয়টার্সের ফাইল ছবি

প্রিন্স হ্যারি ও তাঁর মার্কিন স্ত্রী মেগান মার্কেল আর কখনো ব্রিটিশ রাজপরিবারের দায়িত্ব পালন করবেন না। তাঁরা তাঁদের দায়িত্ব থেকে স্থায়ীভাবে সরে গেছেন বলে বাকিংহাম প্যালেস গতকাল শুক্রবার জানিয়েছে। খবর এএফপির।

ঠিক এক বছর আগে হ্যারি ও মেগান রাজকীয় কাজ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। রাজপরিবারের কারও সঙ্গে কোনো আলোচনা না করে তাঁদের নেওয়া ওই সিদ্ধান্তে ঝাঁকুনি খেয়েছিল রাজপরিবার। একই সঙ্গে এ সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন সবাই। এই দম্পতি জানিয়েছিলেন, তাঁরা স্বাবলম্বী হয়ে বেঁচে থাকতে চান।

বাকিংহাম প্যালেস বলেছে, হ্যারি-মেগান রানির কাছে জানিয়ে দিয়েছেন, তাঁরা ব্রিটিশ রাজপরিবারের সদস্যের দায়িত্বে আর কখনো ফিরবেন না। রানিও লিখিতভাবে তাঁদের এ বিষয় নিশ্চিত করেছেন। রাজপরিবারে হ্যারি-মেগান দম্পতির দায়িত্ব ও প্রাপ্ত সুযোগ-সুবিধা এই পরিবারের অন্য সদস্যদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে।

হ্যারি ও মেগান রাজদায়িত্বে ফিরছেন না—বিষয়টি নিশ্চিত হওয়ার পর রানি দ্বিতীয় এলিজাবেথ ডিউক অব সাসেক্স ও ডাচেস অব সাসেক্সকে তাঁদের রাজকীয় উপাধি এবং রাজপরিবার থেকে পাওয়া সুযোগ-সুবিধা ত্যাগ করার নির্দেশ দিয়েছেন।

রাজকীয় দায়িত্ব ছাড়ার পর গত বছর থেকে হ্যারি ও মেগান যুক্তরাষ্ট্রে থাকা শুরু করেছেন। যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে তাঁদের এই পাড়ি জমানোকে ব্রিটিশ গণমাধ্যমগুলো ‘মেক্সিট’ নামে আখ্যায়িত করে থাকে।

রাজকীয় দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর ২০২০ সালের জানুয়ারিতে রানির সঙ্গে জরুরি বৈঠকে বসেন হ্যারি, মেগান, হ্যারির বাবা প্রিন্স চার্লস ও বড় ভাই প্রিন্স উইলিয়াম। বৈঠকে হ্যারি এবং মেগান রাজপরিবারের উপাধি ‘রয়েল হাইনিস’ ও ‘সাসেক্স রয়াল’ ত্যাগ করতে রাজি হন।

তবে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে হ্যারি ও মেগান তাঁদের নেওয়া সিদ্ধান্ত এক বছর পর পর্যালোচনা করে দেখার প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় তাঁরা এখন স্থায়ীভাবে ওই দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন।

বাকিংহাম প্যালেস বলেছে, হ্যারি-মেগান রানির কাছে জানিয়ে দিয়েছেন, তাঁরা ব্রিটিশ রাজপরিবারের সদস্যের দায়িত্বে আর কখনো ফিরবেন না। রানিও লিখিতভাবে তাঁদের এ বিষয় নিশ্চিত করেছেন। রাজপরিবারে হ্যারি-মেগান দম্পতির দায়িত্ব ও প্রাপ্ত সুযোগ-সুবিধা এই পরিবারের অন্য সদস্যদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে।

অবশ্য রাজপরিবারে হ্যারি ও মেগানের আনুষ্ঠানিক পদবি ডিউক ও ডাচেস অব সাসেক্স বহাল থাকবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া হ্যারি ব্রিটিশ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকার হিসেবে থেকে যাবেন এবং সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার এই ক্রমে কোনো পরিবর্তন হবে না বলেই ধারণা করা হচ্ছে।

ইতিমধ্যে বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, হ্যারি ও মেগানের ওই সিদ্ধান্ত দুঃখজনক হলেও তাঁরা রাজপরিবারের অত্যন্ত প্রিয় সদস্য হিসেবেই থাকবেন।

আফগানিস্তানে ব্রিটিশ সৈন্য হিসেবে দায়িত্ব পালন করা হ্যারির (৩৬) ওই সিদ্ধান্তের ফলে তাঁকে ব্রিটিশ রয়েল মেরিন, বিমান ও নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খেতাব ও সম্মাননাও ত্যাগ করতে হবে।

রাজপরিবারে হ্যারি ও মেগানের আনুষ্ঠানিক পদবি ডিউক ও ডাচেস অব সাসেক্স বহাল থাকবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া হ্যারি ব্রিটিশ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকার হিসেবে থেকে যাবেন এবং সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার এই ক্রমে কোনো পরিবর্তন হবে না বলেই ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছর হ্যারি ও মেগানের রাজকীয় দায়িত্ব ছাড়ার ঘোষণার পর সারা বিশ্বে গুজব রটে, হ্যারির সঙ্গে তাঁর ভাই প্রিন্স উইলিয়ামের সম্পর্কে ফাটল ধরেছে। এ ছাড়া নানা কঠোর বিধিনিষেধের কারণে সাবেক হলিউড অভিনেত্রী মেগান রাজপরিবারে অস্বস্তিতে রয়েছেন বলে খবর বের হয়।

তবে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি এক যৌথ বিবৃতিতে বলেছেন, এসব ডাহা মিথ্যা। সংবাদমাধ্যমের বানানো উড়ো খবর।