রুশ নৌবাহিনী অপ্রতিরোধ্য হামলা চালাতে সক্ষম: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ নৌবাহিনী যেকোনো শত্রুকে শনাক্ত করতে এবং প্রয়োজনে অপ্রতিরোধ্য হামলা চালাতে সক্ষম।
রুশ নৌবাহিনী দিবস উপলক্ষে সেন্ট পিটার্সবার্গে আয়োজিত কুচকাওয়াজে রোববার দেওয়া বক্তৃতায় পুতিন এ কথা বলেন।

ব্রিটিশ যুদ্ধজাহাজের ক্রিমিয়া উপদ্বীপ অতিক্রমের কয়েক সপ্তাহ পর এ মন্তব্য করলেন পুতিন। গত মাসে কৃষ্ণসাগরে ক্রিমিয়ার জলসীমা থেকে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজকে সরিয়ে দিতে ‘সতর্কতামূলক’ গুলি ও বোমা ছোড়ে রাশিয়া। তবে রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করে যুক্তরাজ্য। তারা জানিয়েছে, গুলির ঘটনা ছিল রাশিয়ার পূর্বঘোষিত অনুশীলনের অংশ। কিন্তু কোনো বোমা নিক্ষেপের ঘটনা ঘটেনি।

২০১৪ সালে ক্রিমিয়াকে ইউক্রেনের কাছ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় রাশিয়া। কিন্তু যুক্তরাজ্যসহ বিশ্বের অধিকাংশ দেশ ক্রিমিয়া ইউক্রেনের অংশ বলেই স্বীকৃতি দিয়ে আসছে।

এর আগে গত মাসে পুতিন বলেন, নিজেদের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করা ব্রিটিশ যুদ্ধজাহাজ চাইলে ডুবিয়ে দিতে পারত রাশিয়া। এ ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র উসকানিদাতার ভূমিকা পালন করেছে।