সিনোভ্যাকের টিকার ব্যবহার শুরু করবে তুরস্ক

তুরস্কে প্রাথমিকভাবে চালানো পরীক্ষার ফলাফলে সিনোভ্যাকের টিকা প্রায় ৯১ শতাংশ কার্যকর বলে দেখা গেছে
ফাইল ছবি: রয়টার্স

চীনের টিকা উদ্ভাবন ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোভ্যাকের টিকার ব্যবহার শুরু করবে তুরস্ক। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা গতকাল বৃহস্পতিবার বলেন, সিনোভ্যাকের টিকার প্রথম চালান কয়েক দিনের মধ্যে পেতে যাচ্ছে তাঁর দেশ।

তুরস্কে প্রাথমিকভাবে চালানো পরীক্ষার ফলাফলে সিনোভ্যাকের টিকা প্রায় ৯১ শতাংশ কার্যকর বলে দেখা যায়। এরপরই দেশটি সিনোভ্যাকের টিকার ব্যবহার শুরু করবে বলে জানাল।

খবরে বলা হয়, তুরস্ক প্রাথমিকভাবে সিনোভ্যাকের ৩০ লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে। আগামী মাসে টিকাদান শুরু হলে সিনোভ্যাকের কাছ থেকে তুরস্কের আরও টিকা পাওয়ার কথা রয়েছে।

তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা জানান, সিনোভ্যাকের টিকার প্রথম চালান আগামী রোববার তুরস্কে পাঠানো হবে।

তুরস্ক শুরুতে স্বাস্থ্যকর্মী ও সবচেয়ে ঝুঁকিতে থাকা লোকজনকে করোনার টিকা দেবে।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকার জন্য আঙ্কারা কয়েক দিনের মধ্যে ফাইজার-বায়েএনটেকের সঙ্গেও একটি চুক্তি করবে। ফাইজার-বায়েএনটেকের কাছ থেকে ৪৫ লাখ ডোজ টিকা পেতে এই চুক্তিটি করা হবে। পরে তাদের আরও টিকা কেনার সুযোগ থাকবে।

তুরস্কে এখন পর্যন্ত প্রায় ২২ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। করোনায় দেশটিতে মারা গেছে ১৯ হাজার ১১৫ জন।