সুইডেনে ছুরি হামলায় ৮ জন আহত

আহতদের স্মরণে ভেটলান্ডা শহরের প্রধান সড়কে রাখা হয় মোম ও ফুলের তোড়া
ছবি: এএফপি

সুইডেনের ভেটলান্ডা শহরে সাতজনকে ছুরিকাঘাত করেছেন এক ব্যক্তি। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। গতকাল বুধবারের এ ঘটনাকে পুলিশ সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে।

স্থানীয় সময় বুধবার বিকেলে ১৩ হাজার বাসিন্দার শহরটিতে এ হামলা হয়। হামলাকারীকে পুলিশ গুলি করে। পায়ে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়।

পুলিশ বলেছে, ২০–২২ বছর বয়সী ওই ব্যক্তি একটি ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান।

তবে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, একটি ছুরি ব্যবহার করেন তিনি। পুলিশ প্রাথমিকভাবে জানায়, হত্যাচেষ্টার ঘটনা ছিল এটি। তবে পরে যোগ করে, এটি একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা। যদিও ঘটনা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

হামলার ঘটনার পর ভেটলান্ডা শহর জুড়ে পুলিশি টহল
ছবি: এএফপি

হামলায় আহত ব্যক্তিদের মধ্যে তিনজন প্রাণশঙ্কার মধ্যে আছেন। আরও দুজনের অবস্থা গুরুতর। জনকোপিং হাসপাতাল এ তথ্য জানিয়েছে। আহত ব্যক্তিরা হাসপাতালটিতে চিকিৎসাধীন।