সুইডেনের প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

সুইডেনে মহামারির চতুর্থ ঢেউ শুরু হয়েছে। এর মধ্যে দেশটির প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত হলেন
ছবি: রয়টার্স

সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন করোনায় সংক্রমিত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার তাঁর এক মুখপাত্র এই তথ্য জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

করোনার অতিসংক্রামক ধরন অমিক্রনের কারণে সুইডেনে মহামারির চতুর্থ ঢেউ শুরু হয়েছে। এর মধ্যে দেশটির প্রধানমন্ত্রী করোনায় সংক্রমিত হলেন।

মুখপাত্র বলেন, অ্যান্ডারসন স্বাস্থ্যবিধি মেনে চলছেন। তিনি বাড়িতে থেকে তাঁর দায়িত্বপালন করবেন। প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে।
অ্যান্ডারসন সোশ্যাল ডেমোক্র্যাট দলের একজন নেতা। তাঁর বয়স ৫৪ বছর। গত বুধবার তিনি পার্লামেন্টে একটি বিতর্কে অংশ নিয়েছিলেন। তাঁর আগে সেন্টার পার্টির নেতা অ্যানি লুফ এবং গ্রিন পার্টির নেতা পার বোলান্দ করোনায় সংক্রমিত হয়েছেন।

জানুয়ারির প্রথমদিকে সুইডেনের রাজা, রানি ও ক্রাউন প্রিন্স করোনায় সংক্রমিত হন।
সুইডেনের জনসংখ্যা এক কোটি চার লাখের মতো। করোনার অতিসংক্রামক ধরন অমিক্রনের প্রকোপে চলতি মাসে দেশটিতে এক দিনে করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার ২৫ হাজার ৫৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, জানুয়ারির শেষে দৈনিক শনাক্ত ৭০ হাজারে ছুঁতে পারে।