স্পেনে করোনা শনাক্ত ১০ লাখ ছাড়াল

বিশ্বে ষষ্ঠ দেশ হিসেবে স্পেনে করোনা শনাক্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল
ছবি: রয়টার্স

স্পেনে করোনায় সংক্রমিত শনাক্ত ব্যক্তির সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন প্রথম দেশ, যেখানে শনাক্ত ব্যক্তির সংখ্যা ১০ লাখ ছাড়াল।

গতকাল বুধবার জানানো হয়, স্পেনে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ হাজার ৯৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ১৫৬ জন।

গত ৩১ জানুয়ারি স্পেনে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১০ লাখ ৫ হাজার ২৯৫ জন।

স্পেনে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৪ হাজার ৩৬৬ জন।

বিশ্বে যে কয়েকটি দেশে করোনা শনাক্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে, সেই তালিকায় স্পেন ষষ্ঠ। এ তালিকায় রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া ও আর্জেন্টিনা।

কয়েক মাস ধরে ইউরোপে নতুন করে করোনার সংক্রমণ বেড়েছে। এই পরিস্থিতিতে করোনার সংক্রমণ ঠেকাতে ইউরোপের দেশগুলোকে নতুন করে কঠোর বিধিনিষেধ জারি করতে হচ্ছে।

করোনা মহামারির শুরুর দিকে ব্যাপক সংক্রমণের মুখে পড়েছিল স্পেন। সে সময় সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছিল দেশটি। তার মধ্যে শিশুদের বাইরে যাওয়া নিষিদ্ধ করার মতো পদক্ষেপ ছিল।

পরে সংক্রমণ কিছুটা কমে এলে ইউরোপের অন্য দেশগুলোর মতো লকডাউন শিথিল করে স্পেন। বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের অংশ হিসেবে পর্যটক ফেরাতে স্পেন এই পদক্ষেপ নেয়।

কিন্তু গত আগস্টের শেষ নাগাদ স্পেনে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা ১০ হাজারের ঘরে উঠে যায়। গত দুই সপ্তাহে দেশটির হাসপাতালগুলোতে করোনা রোগী ভর্তি ২০ শতাংশ বেড়ে যেতে দেখা গেছে। দেশটিতে মৃত্যুহারও বাড়ছে। গত মঙ্গলবার দেশটিতে মারা গেছেন ২১৮ জন।

স্পেনের করোনা পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে দেশটির আইনপ্রণেতারা দ্বিধাবিভক্ত। এ নিয়ে চাপে আছেন দেশটির প্রধানমন্ত্রী পেড্রো এন সানচেজ। পার্লামেন্টে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পর্যন্ত আনা হয়েছে।

করোনা পরিস্থিতি মোকাবিলার পন্থা নিয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রায়ই বিরোধ লক্ষ করা যাচ্ছে। এ অবস্থায় স্পেনের স্বাস্থ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

ইউরোপের অন্য দেশগুলোর করোনা পরিস্থিতিও খুব একটা ভালো নয়। বুধবার মধ্যরাত থেকে আয়ারল্যান্ড কঠোর লকডাউনে গেছে। ইতালিতে এক দিনে ১৫ হাজার ১৯৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে করোনা মহামারি শুরুর পর শনাক্তের এই সংখ্যা সর্বোচ্চ। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী করোনা পজিটিভ হওয়ার পর আইসোলেশনে রয়েছেন। যুক্তরাজ্যেও চলছে কড়াকড়ি।