স্পেনের মাদ্রিদে বিস্ফোরণে নিহত ৩

বিস্ফোরণের পর উদ্ধারকাজে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। মাদ্রিদ, ২০ জানুয়ারি
ছবি: এএফপি

স্পেনের রাজধানী মাদ্রিদে একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার টলেডো সড়কে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজনের নাম ডেভিড সান্তোস (৩৫)। তিনি পেশায় বিদ্যুৎকর্মী ছিলেন। অন্য দুজনের একজন ৮৫ বছর বয়সী নারী। আরেকজনের বয়স ৪৭ বছর। তিনি বুলগেরিয়ার নাগরিক ছিলেন বলে জানিয়েছে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

মাদ্রিদ জরুরি সেবার বরাতে জানা গেছে, শহরের টলেডো সড়কের একটি ভবনের ত্রুটিপূর্ণ গ্যাস সংযোগ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আটতলা ভবনের ওপরের পাঁচতলা পুরো ধসে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

বিস্ফোরণ হওয়া ওই ভবনের কাছেই একটি স্কুল আছে। ওই স্কুলের এক শিক্ষার্থীর বাবা ইসাবেল রোমেরো রয়টার্সকে বলেন, ‘আমি বিস্ফোরণের শব্দ শুনেছি। কিন্তু এটি ঠিক কোথা থেকে এসেছে, তখন বুঝতে পারিনি। বিস্ফোরণে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের জানালার সব কাচ ভেঙে টুকরা টুকরো হয়ে যায় এবং শিক্ষার্থীরা তখন বেশ ভয় পেয়েছিল।’

রয়টার্স বলছে, স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত মাদ্রিদ জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিল। উদ্ধারকাজ তখনো চলছিল।