ছবিতে রাজা তৃতীয় চার্লসের শপথ
রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসলেন তৃতীয় চার্লস। জমকালো অভিষেক অনুষ্ঠানে ছিল হাজার বছরের পুরোনো বিভিন্ন রীতির ছাপ। এর আগে সর্বশেষ ১৯৫৩ সালে এমন অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে সিংহাসনে বসেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এবার বসছেন তাঁর ছেলে চার্লস। এএফপি ও রয়টার্সের আলোকচিত্রীদের তোলা ছবিতে রাজার অভিষেকের নানা আয়োজন—