একনজর: গাজায় ট্যাংক নিয়ে হামলা, যুক্তরাষ্ট্রে গুলিতে হত্যা, আরও যা ঘটল সারা দিনে

ইসরায়েলি বাহিনীর দাবি, যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ হিসেবে গাজায় রাতভর ট্যাংক নিয়ে অভিযান চালানো হয়েছে
ছবি: এএফপি

আজ ২৬ অক্টোবর, বৃহস্পতিবার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফিলিস্তিনের গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ঘোষণা দেন। এরপরেই গাজায় রাতভর সুনির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে ট্যাংক নিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা বলছে, এটি যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ।

ইসরায়েলের ও হামাসের হামলার নিন্দা জানিয়েছেন নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান প্রসিকিউটর লুইস মোরেনো-ওকাম্পো।  ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধ বলছেন তিনি। আবার পরবর্তী সময়ে ইসরায়েলের গাজা অবরোধও মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা বলে মন্তব্য করেছেন।  

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ছবি: রয়টার্স ফাইল ছবি

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন ভিন্ন কথা। গতকাল বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হওয়ার সংখ্যা নিয়ে ফিলিস্তিনিদের দেওয়া তথ্যের ওপর তাঁর আস্থা নেই।  

এদিকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা নিয়ে কার্যত বিভক্ত হয়ে পড়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২৫ অক্টোবর মস্কো
ছবি: এএফপি

ফিলিস্তিনি ভূখণ্ডটিতে রক্তপাত বন্ধের লক্ষ্যে গতকাল বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে পরপর দুটি প্রস্তাব  উত্থাপন করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ভেটো ক্ষমতা প্রয়োগে কোনোটিই গৃহীত হয়নি।

পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

হামাস, ইসলামিক জিহাদ ও হিজবুল্লাহর নেতারা বুধবার বৈঠক করেন
ছবি: রয়টার্স

বিশ্বনেতারা যখন এসব কথা বলছেন তখন গতকাল বুধবার লেবাননে ইসলামিক জিহাদ ও হিজবুল্লাহর নেতারা বৈঠক করেছেন।বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জনের উপায় নিয়ে আলোচনা হয়।

বন্দুক
প্রতীকী ছবি

এদিকে যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লুইস্টন এলাকায় বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন। গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে। লুইস্টন পুলিশের মুখপাত্র বলেছেন, একটি বার, রেস্তোরাঁ, ওয়ালমার্টের বিতরণকেন্দ্র ও ব্যবসায়িক কেন্দ্রে এ হামলা হয়েছে।

ভারত ও কানাডার পতাকা
ছবি: রয়টার্স

এদিকে দ্বিপক্ষীয় সম্পর্কের চরম অবনতি সত্ত্বেও কানাডার নাগরিকদের জন্য সীমিত পর্যায়ে ভিসা দেওয়া শুরু করেছে ভারত। আজ বৃহস্পতিবার থেকে ওই ব্যবস্থা চালু করা হচ্ছে। গতকাল বুধবার সকালে কানাডায় ভারতীয় হাইকমিশন থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।সিদ্ধান্ত অনুযায়ী আপাতত ভিসা দেওয়া শুরু হবে চারটি ক্ষেত্রে। ‘এন্ট্রি ভিসা’, ‘বিজনেস ভিসা’, ‘মেডিকেল ভিসা’ ও ‘কনফারেন্স ভিসা’।

হেলিকপ্টার থেকে যখন ডলার ফেলা হচ্ছিল, তখন অনেক মানুষ মাঠে জড়ো হয়েছিল
ছবি: কাজমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

ভিন্ন একটি খবর দিয়ে শেষ করা যাক। সম্প্রতি চেক প্রজাতন্ত্রের লিসা নাদ লাবেম শহরের কাছে অবাক করা এক দৃশ্য দেখা গেছে। দেশটির ইনফ্লুয়েন্সার ও টিভি উপস্থাপক কামিল বারতোশেকের উদ্যোগে হেলিকপ্টার থেকে ১০ লাখ ডলার ছড়ানো হয়। যেন রীতিমতো ডলারের বৃষ্টি। সেগুলো সংগ্রহের জন্য হুমড়ি খেয়ে পড়ে মানুষ।