ইতিহাসের এই দিনে: ‘পেঙ্গুইনের বসতির’ সন্ধান
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২ মার্চ। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
২০১৮ সালের ২ মার্চ বিজ্ঞানীরা জানান, অ্যান্টার্কটিকার পশ্চিম উপকূলের বরফাচ্ছাদিত ডেনজার দ্বীপপুঞ্জে পেঙ্গুইনের বড়সড় একটি বসতি খুঁজে পেয়েছেন তাঁরা। সেখানে প্রায় ১৫ লাখ অ্যাডেলে পেঙ্গুইনের বাস। প্রধানত স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে ও ভূমিতে জরিপ চালিয়ে ওই বসতির সন্ধান পাওয়া গেছে।
পুড়ে যায় জাপানের রাজধানী
সময়টা ১৬৫৭ সালের ২ মার্চ, জাপানের রাজধানী তখন ইদো। ভয়াবহ আগুন লাগে শহরটিতে। প্রাণ যায় হাজারো মানুষের। ওই অগ্নিকাণ্ডে রাজধানী শহরটির অর্ধেকের বেশি পুড়ে যায়।
ইতিহাস গড়ে ‘১২ ইয়ার্স আ স্লেভ’
হলিউডের সাড়া জাগানো একটি চলচ্চিত্র ‘১২ ইয়ার্স আ স্লেভ’। ২০১৩ সালে মুক্তি পায় চলচ্চিত্রটি। ২০১৪ সালের আজকের দিনে সেরা চলচ্চিত্র শাখায় অস্কার জিতে নেয় ব্রিটিশ পরিচালক স্টিভ ম্যাককুইনের এ চলচ্চিত্র। এর মধ্য দিয়ে প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ পরিচালকের বানানো চলচ্চিত্র অস্কারে সেরার স্বীকৃতি পায়।
উৎক্ষেপণ করা হয় পাইওনিয়ার-১০
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ১৯৭২ সালের ২ মার্চ উৎক্ষেপণ করে পাইওনিয়ার-১০ মহাকাশ যান। পৃথিবীর অবস্থান নিয়ে তথ্য সংগ্রহে এ মহাকাশযান পাঠানো হয়।