ইতিহাসের এই দিনে: দুবাইয়ে মেট্রোরেল চালু

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৯ সেপ্টেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

আরব উপত্যকায় প্রথম শহর হিসেবে মেট্রোরেল চালু হয় দুবাইয়ে
ছবি: টুইটার থেকে নেওয়া

সংযুক্ত আরব আমিরাতের অভিজাত শহর দুবাইয়ে প্রথম মেট্রোরেল চালু হয় ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর। এটা আরব বিশ্বের কোনো শহরে প্রথম গণপরিবহন হিসেবে মেট্রো চালুর প্রথম ঘটনা। অল্প সময়ের মধ্যে দুবাইবাসী ও শহরটিতে ভ্রমণে যাওয়া মানুষদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই মেট্রো।

জাপানের আত্মসমর্পণ

১৯৪৫ সালের ৯ সেপ্টেম্বর দ্বিতীয় চীন-জাপান যুদ্ধের সমাপ্তি ঘটে। এদিন সকাল ৯টায় চীনা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে জাপান। দিনটি ছিল বছরের নবম মাসের নবম দিন। চীনা বর্ণমালায় ৯ শব্দের মানে ‘দীর্ঘমেয়াদি’। জাপান আশা প্রকাশ করে, এর মধ্য দিয়ে চীনের সঙ্গে দেশটির শান্তিপূর্ণ সম্পর্ক টিকে থাকবে।

মার্কিন গায়ক জন লিজেন্ড
ফাইল ছবি: রয়টার্স

প্রথম কৃষ্ণাঙ্গ শিল্পীর অ্যামি জয়

মার্কিন গায়ক জন লিজেন্ডের দখলে বিশেষ একটি রেকর্ড রয়েছে। ২০১৮ সালের এই দিনে তিনি অ্যামি অ্যাওয়ার্ড জয় করেন। এর মধ্য দিয়ে তিনি নতুন রেকর্ডটি গড়েন। তা হলো জন লিজেন্ড প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান শিল্পী, যিনি একাধারে অ্যামি, গ্র্যামি ও টনি অ্যাওয়ার্ড জিতেছেন। সেই সঙ্গে জিতেছেন অস্কারও।