২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

লেজার রশ্মি দিয়ে গভীর মহাকাশ থেকে যোগাযোগ

মহাকাশ থেকে লেজার রশ্মির মাধ্যমে পৃথিবীতে যোগাযোগ করা যাবেছবি: নাসার সৌজন্যে

মহাকাশের গভীর থেকে একটি রহস্যময় সংকেত এসেছে পৃথিবীতে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ তথ্য জানিয়েছে। এই সংকেত এসেছে পৃথিবী থেকে ১৪ কোটি মাইল দূরে অবস্থান করা নাসার নতুন নভোযান সাইকি থেকে।

গত বছরের অক্টোবরে নাসার পক্ষ থেকে একটি মহাকাশ মিশন পরিচালনা করা হয়। এর আওতায় ‘সাইকি ১৬’ নামের একটি গ্রহাণুর উদ্দেশে একটি নভোযান পাঠান নাসার বিজ্ঞানীরা। তাঁদের ধারণা, সাইকি ১৬ নামের গ্রহাণুটি ধাতব পদার্থের তৈরি, যা আমাদের সৌরজগতের মধ্যে বিরল।

মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যে যে গ্রহাণুর অঞ্চল (অ্যাস্টেরয়েড বেল্ট) রয়েছে, সেখানে সাইকির অবস্থান। ওই গ্রহাণুর নাম থেকেই নাসা তাদের নভোযানের নাম দিয়েছে সাইকি। এই নভোযানে পাঠানো যে রোবট সাইকি গ্রহাণুকে পর্যবেক্ষণ করবে, তার আরেকটি উদ্দেশ্য হলো, অনেক দূর থেকে লেজার রশ্মির মাধ্যমে যোগাযোগব্যবস্থা পরীক্ষা করা।

সাইকি নামের এই নভোযানে রয়েছে ডিপ স্পেস অপটিক্যাল কমিউনিকেশন (ডিএসওসি) নামের বিশেষ সুবিধা, যা মহাকাশের গভীর থেকে লেজার রশ্মির মাধ্যমে যোগাযোগ করতে সক্ষম। নাসার বিজ্ঞানীরা আশা করছেন, তাঁদের এই পরীক্ষা সফল হলে বর্তমানে মহাকাশে যোগাযোগে যেসব পদ্ধতি ব্যবহার করা হয়, তার তুলনায় অনেক সহজে যোগাযোগ করা যাবে।

সাইকিতে অবশ্য বেতার তরঙ্গের মাধ্যমে প্রাথমিকভাবে যোগাযোগের সুবিধা রাখা হয়েছে। এ পদ্ধতিতে যোগাযোগের ক্ষেত্রে নভোযানটি ইতিমধ্যে সক্ষমতা দেখিয়েছে। তবে তার চেয়ে বড় অর্জন হচ্ছে, বর্তমানে ১৪ কোটি কিলোমিটার দূরে অবস্থান করা নভোযানটি সফলভাবে পৃথিবীতে লেজারের সাহায্যে যোগাযোগ করতে পেরেছে।