মোটরসাইকেলের জন্মদিন উদ্‌যাপন

মোটরসাইকেলের জন্মদিন উপলক্ষে কাটা হচ্ছে কেক
ছবি: ইন্সটাগ্রাম থেকে নেওয়া

ঘটা করে কেক কেটে জন্মদিন উদ্‌যাপনের একটি ছোট্ট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। হয়েছে ভাইরাল। তবে এ জন্মদিন উদ্‌যাপন কোনো মানুষের নয়, একটি মোটরসাইকেলের!

নিজের কিংবা প্রিয়জনের জন্মদিন উদ্‌যাপনের ছবি-ভিডিও বহু মানুষেরই রয়েছে। এমনকি প্রিয় পোষা প্রাণীর জন্মদিন উদ্‌যাপন করতেও অনেককে দেখা যায়। রীতিমতো কেক কেটে, বেলুন ফুলিয়ে, নেচে-গেয়ে, খাওয়াদাওয়া করে বিশেষ দিনটি উদ্‌যাপন করে থাকেন অনেকে।

তাই বলে মোটরসাইকেলের জন্মদিন উদ্‌যাপন—এমন কথা কে, কবে শুনেছে! কিন্তু এক্সে ছড়িয়ে পড়া ভিডিওটিতে সে দৃশ্যই দেখা গেছে। ভিডিওটি মাত্র ৩০ সেকেন্ডের। তাতে দেখা যায়, মোটরসাইকেলের সামনের টায়ারের সঙ্গে একটি চাকু বেঁধে রাখা আর এক ব্যক্তি মোটরসাইকেলের সামনে একটি কেক ধরে রয়েছেন। এদিকে আরেকজন মোটরসাইকেলটি আগপিছ করে চাকু দিয়ে সেই কেক কাটছেন। আশপাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকা কয়েকজন দিচ্ছেন হাততালি।

মোটরসাইকেলটি সাজানো হয়েছে ফুলের মালা দিয়েও। ভিডিওটিতে (ব্যাকগ্রাউন্ডে) বাজছে জন্মদিনের একটি গান। ক্যাপশনে লেখা, তাঁরা তাঁদের পছন্দের মোটরসাইকেলের জন্মদিন উদ্‌যাপন করছেন। যদিও ভিডিওটি কবে ও কোথায় ধারণ করা, সেটি জানা যায়নি।

এক্সে প্রকাশের পর দুই লাখের বেশি ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন। মন্তব্যে, প্রশংসায় ভাসিয়েছেন অনেকে। কেউ মজা করেছেন, কেউবা প্রিয় জিনিসের প্রতি আবেগে আপ্লুত হয়েছেন।

এক ব্যক্তি লিখেছেন, ‘ব্যতিক্রমী ও দারুণ সৃজনশীল একটি ভাবনা।’ আরেকজন খানিকটা মজার ছলে লিখেছেন, ‘তিনি মোটরমাইকেলের সাইলেন্সার ব্যবহার করে মোমবাতি নেভাতে পারতেন।’ অপর একজন ব্যবহারকারীর মন্তব্য, ‘কেউ তাঁর মোটরসাইকেলের জন্মদিন কীভাবে ভুলতে পারে?’