কার ভাগ্যে কী আছে, সেটা কেউ বলতে পারে না। এ জন্যই মাঝেমধ্যে এমন কিছু ঘটে, যেসব দেখে আমাদের চমকাতে হয়। যেমন করে চমকালেন যুক্তরাষ্ট্রের ৪২ বছর বয়সী এক ব্যক্তি। একটি লটারির শেষ দুটি টিকিট তিনি কিনেছিলেন মুদিদোকান থেকে, অনেকটা অনিচ্ছায়। কিন্তু এতেই তাঁর ভাগ্য খুলে গেছে। বাজিমাত করেছেন তিনি। কারণ, এর মধ্যে একটি লটারিতে ৪০ লাখ ডলার পুরস্কার জিতেছেন ওই ব্যক্তি।
ডায়মন্ডস ৭ নামের এ লটারির আয়োজক মিশিগান লটারি নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যানুযায়ী, লটারি–জয়ী ওই ব্যক্তি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি জানিয়েছেন, বাড়ির কাছে একটি সড়কের পাশে গিয়েছিলেন সদাইপাতি কিনতে। দোকানে গিয়ে দেখেন, কাউন্টারে আর মাত্র দুটি টিকিট অবশিষ্ট আছে। টিকিটগুলোর দাম ৩০ ডলার। দুটিই কিনে নেন। দোকানেই লটারি স্ক্যান করে দেখেন তিনি।
মিশিগান লটারিকে ওই ব্যক্তি বলেন, একটি টিকিট স্ক্যান করে তিনি দেখতে পান, তাতে পুরস্কার পাওয়ার দাবি জানানোর বার্তা দেওয়া হচ্ছে তাঁকে। এরপর তিনি কাউন্টারেই ওই টিকিট ঘষে বারকোড বের করেন। বারকোড বের করার পরই তিনি জানতে পারেন তিনি পুরস্কার জিতেছেন। ভালো করে পরীক্ষা করে দেখেন শুধু পুরস্কার নয়; ৪০ লাখ ডলার জিতেছেন তিনি। এটা দেখে টিকিট হাতে দৌড়ে দোকান থেকে বেরিয়ে যান। ওই ব্যক্তি বলেন, ‘এটা দেখে আমি অভিভূত হয়ে পড়ি।’
ডায়মন্ডস ৭ নামের ওই লটারির নিয়ম হচ্ছে পুরস্কারের অর্থ একবারে ২৫ লাখ ডলার দেওয়া হবে। আর যদি লটারির অর্থ ৩০ বছর ধরে প্রতিবছর সমানভাবে নিতে চান, সে ক্ষেত্রে লটারির পুরো অর্থ অর্থাৎ ৪০ লাখ ডলার পাবেন। কিন্তু ওই ব্যক্তি একবারেই লটারির অর্থ অর্থাৎ ২৫ লাখ ডলার তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন।
লটারির আয়োজক প্রতিষ্ঠানকে ওই ব্যক্তি বলেন, লটারি জয়ের এ অর্থের কিছুটা দিয়ে তিনি একটি বাড়ি কিনবেন এবং বাকিটা সঞ্চয় করে রাখবেন। এভাবে শেষ লটারি কিনে তাতে বিপুল অর্থ জয়ের এ বিষয়টিকে আশীর্বাদ হিসেবে বর্ণনা করে ওই ব্যক্তি বলেন, ‘আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে এটা সত্যি সত্যিই ঘটেছে।’