সবচেয়ে লম্বা বিড়াল ‘ফেনরির’

মালিকের কোলে বিড়াল ফেনরির
ছবি: গিনেসের ওয়েবসাইট থেকে

ফেনরির, দেখতে বড়সড় একটি বিড়াল। যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি বাড়িতে বিড়ালটিকে পোষেন। তবে এটি যেমন তেমন বিড়াল নয়। এর খ্যাতি বিশ্বজোড়া। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে প্রাণীটির। বিশ্বের সবচেয়ে লম্বা গৃহপালিত বিড়ালের স্বীকৃতি এখন ফেনরিরের দখলে।

মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল ফেনরিরের স্বীকৃতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ফার্মিংটন হিলসে বাস করেন উইলিয়াম জন পাওয়ার। তাঁরই পোষা বিড়াল ফেনরির। দেখতে মেটে রঙের। শরীর ও লেজজুড়ে ছোট ছোট কালো ছোপ। বয়স দুই বছর ১০ মাস। এ বয়সে বিড়ালটি ৪৭ দশমিক ৮৩ সেন্টিমিটার বা ১৮ দশমিক ৮৩ ইঞ্চি লম্বা; অর্থাৎ দেড় ফুটের বেশি।

বিশেষ এ শারীরিক বৈশিষ্ট্যের জন্যই ফেনরির বিশ্বের সবচেয়ে লম্বা বিড়ালের স্বীকৃতি বাগিয়ে নিয়েছে। এর আগে বিশ্বের সবচেয়ে লম্বা গৃহপালিত বিড়ালের নাম ছিল আর্কটুরাস। বিড়ালটি লম্বায় ছিল ১৯ ইঞ্চির বেশি। মজার বিষয় হলো, আর্কটুরাস ও ফেনরির সম্পর্কে ‘ভাই’। ২০১৬ সালে আর্কটুরাস মারা যায়। এরপর আর কোনো বিড়ালের মালিকের পক্ষ থেকে এ স্বীকৃতির জন্য আবেদন করা হয়নি। এবার ফেনরির সেই স্বীকৃতি পেয়েছে।

গিনেসের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ফেনরির সাভান্নাহ জাতের বিড়াল। এটি হাইব্রিড একটি জাত। সাধারণত একেকটি বিড়াল সাড়ে ৯ থেকে ১০ ইঞ্চি লম্বা হয়ে থাকে। তবে সাভান্নাহ জাতের বিড়াল আকারে আরেকটু বেশি লম্বা হয়।

ফেনরিরের বিষয়ে উইলিয়াম গিনেস কর্তৃপক্ষকে বলেন, ‘এটি (ফেনরির) দেখতে এতটাই বড়সড় যে অনেকে দেখে বুঝতে পারেন না। ভুল করেন। মনে করেন, ফেনরির আসলে চিতাবাঘের শাবক কিংবা বনবিড়াল। পরে যখন তাঁরা জানতে পারেন, ফেনরির গৃহপালিত বিড়াল; তখন তাঁরা ভীষণ অবাক হন।’