ইতিহাসের এই দিনে: বার্সেলোনায় মেসির ৫০তম হ্যাটট্রিক

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৩ ফেব্রুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

লিওনেল মেসি
ছবি: এক্স থেকে নেওয়া

আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ইউরোপীয় ক্লাব বার্সেলোনার হয়ে ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি তাঁর ৫০তম হ্যাটট্রিক করেন। ওই দিন বার্সেলোনা স্প্যানিশ লিগে সেভিলাকে ৪-২ গোলে হারায়।

আরও পড়ুন

সুপারনোভার আলো শনাক্ত

১৯৮৭ সালের ২৩ ফেব্রুয়ারি জ্যোতির্বিদেরা সুপারনোভা ১৯৮৭এ থেকে আসা আলো শনাক্ত করেন। এটা ছিল প্রথম সুপারনোভা, যেটা নিয়ে বিস্তারিত গবেষণা করা হয়।

আরও পড়ুন
আরও পড়ুন

পোলিও টিকার প্রথম প্রয়োগ

সময়টা ১৯৫৪ সালের ২৩ ফেব্রুয়ারি। প্রথমবারের মতো ইনজেকশনের মাধ্যমে শিশুদের শরীরে পোলিও টিকার প্রয়োগ শুরু হয়। যুক্তরাষ্ট্রের পিটসবার্গের আর্সেনাল এলিমেন্টারি বিদ্যালয়ের শিশুদের প্রথম পোলিও টিকা দেওয়া হয়। মার্কিন চিকিৎসক জোনাস সল্ক এই টিকা উদ্ভাবন করেছিলেন। পরবর্তী সময়ে পোলিও টিকা বিশ্বের লাখো শিশুর জীবন বাঁচাতে যুগান্তকারী ভূমিকা রাখে।

আরও পড়ুন
আরও পড়ুন