সময়টা ১৯৫৪ সালের ২৬ মে। মিসরের গিজা এলাকায় একটি প্রাচীন জাহাজের সন্ধান পাওয়া যায়। বিশ্বখ্যাত খুফুর পিরামিড বা গ্রেট পিরামিডের পাশে প্রত্নতাত্ত্বিকেরা কাঠের তৈরি এই জাহাজ খুঁজে পান। প্রাচীন মিসরীয়রা বিশ্বাস করতেন, কাঠের এই জাহাজে চেপে ফারাও সম্রাট খুফুর আত্মা স্বর্গে যাবে। তাই খুফুর আত্মার পরিবহনে এই জাহাজ বানানো হয়েছিল। খুফুর পিরামিডের উচ্চতা ১৪০ মিটার (৪৬০ ফুট)।
প্রায় সাড়ে তিন লাখ সেনা উদ্ধার
তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ফ্রান্সের এক সৈকতে আটকা পড়ে মিত্রবাহিনীর ৩ লাখ ৩৮ হাজার ২২৬ জন সেনার বিশাল এক বাহিনী। জার্মান বাহিনীর পাতা ফাঁদে আটকা পড়ে তারা। ১৯৪০ সালের এই দিনে তাদের সেখান থেকে উদ্ধার করা হয়। এ জন্য আট শতাধিক নৌকার বিশাল একটি বহর পাঠানো হয়।
সাড়াজাগানো ড্রাকুলা উপন্যাস প্রকাশ
বিশ্বজুড়ে সাড়াজাগানো একটি উপন্যাস ড্রাকুলা। লিখেছেন আইরিশ ঔপন্যাসিক ব্রাম স্টোকার। ১৮৯৭ সালের এ দিনে উপন্যাসটি যুক্তরাজ্যের লন্ডনে প্রকাশিত হয়। জনপ্রিয়তার নিরিখে এরপর ইতিহাস গড়ে ‘রক্তচোষা ডাইনির’ গল্প নিয়ে লেখা এই উপন্যাস। পরবর্তী সময়ে এই উপন্যাস বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। পর্দায় টিভি সিরিজ ও চলচ্চিত্র হিসেবেও হাজির হয়েছে ড্রাকুলা।
২৪ ঘণ্টার কারের রেস শুরু
লে ম্যানস—বিশ্বের অন্যতম জনপ্রিয় কারের রেস। এটা টানা ২৪ ঘণ্টা কার চালিয়ে নির্ধারিত সীমানা পার করার একটি প্রতিযোগিতা। প্রতিবছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ফ্রান্সের লে ম্যানস শহরের পাশে। ১৯২৩ সালের ২৬ মে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আসর বসেছিল।