শান্তি রক্ষা মিশন সংস্কারের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য
ফাইল ছবি: রয়টার্স

জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে ‘গুরুত্বপূর্ণ ও বিস্তৃতি’ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল বৃহস্পতিবার এ আহ্বান জানান তিনি। একই সঙ্গে শান্তি রক্ষা মিশনের সফলতার ক্ষেত্রে যেসব ‘সীমাবদ্ধতা’ বাধা হয়ে দাঁড়িয়েছে, সেগুলো তুলে ধরেছেন গুতেরেস।

আগামী বছরে জাতিসংঘের ‘সামিট অব দ্য ফিউচার’ নামে বড় একটি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলন সামনে রেখে একাধিক প্রস্তাব সামনে এনেছেন আন্তোনিও গুতেরেস। সেগুলো নিয়ে আলোচনার সময় গতকাল শান্তি রক্ষা মিশন সংস্কারের আহ্বান জানান তিনি।

শান্তি রক্ষা মিশন বিশ্বে লাখ লাখ মানুষের জীবন রক্ষা করছে এবং যুদ্ধবিরতি ধরে রাখতে সহায়তা করছে উল্লেখ করে গুতেরেস বলেন, অভ্যন্তরীণ, ভূরাজনৈতিক ও বহুদেশীয় নানা বিষয়ের কারণে দীর্ঘদিন ধরে চলা অমীমাংসিত সংঘাত এবং দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সম্পদের অসামঞ্জস্যতা মিশনের সীমাবদ্ধতা হয়ে দাঁড়িয়েছে।

এমন পরিস্থিতি মোকাবিলায় গুতেরেসের আহ্বান, ভবিষ্যতে শান্তি রক্ষা মিশনের কাঠামো এমনভাবে নির্ধারণ করতে হবে, যেন বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া যায় এবং মিশনের কার্যক্রমে দ্রুত পরিবর্তন আনা যায়।