চকলেটের তৈরি ‘ঘোড়া’

ফরাসি-সুইস রন্ধনশিল্পী আমুরি গুইচোনের তৈরি চকলেটের সেই ঘোড়া
ছবি: সংগৃহীত

সাদা-সোনালি রঙের বড় একটি ঘোড়া, সেটার পায়ের নিচে ফ্রেম লাগানো। দেখে মনে হবে, শিশুদের খেলার জন্য ঘোড়াটি বানানো হয়েছে। এক্ষুনি বুঝি কোনো শিশু সেটির পিঠে উঠে দোল খেতে শুরু করবে। কিন্তু এমনটা ভাবলে ভুল হবে। ‘খেলনা ঘোড়াটি’ (রকিং হর্স) মোটেও খেলার জন্য ব্যবহার করা যাবে না। কারণ, ঘোড়াটি চকলেট দিয়ে বানানো। সম্প্রতি এমনই একটি ঘোড়ার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে।

ঘোড়াটি বানিয়েছেন প্রখ্যাত ফরাসি-সুইস রন্ধনশিল্পী আমুরি গুইচোন। কেক-চকলেট দিয়ে বিভিন্ন খাবার বানানোর জন্য বিশ্বজুড়ে তাঁর পরিচিতি রয়েছে। মাঝেমধ্যে চকলেট দিয়ে বিশালাকারের পশুর ভাস্কর্য বানিয়ে সাড়া ফেলে দেন তিনি। এ ধারাবাহিকতায় এবার আমুরির সৃষ্টি এই ঘোড়া।

নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে আমুরি ক্যাপশনে লিখেছেন, ‘চকলেট রকিং হর্স! এটা সব শিশুর স্বপ্ন।’ পরে তাঁর এই পোস্ট ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে আপলোড করার পর দুই দিনে ৮১ লাখ ব্যবহারকারী আমুরির ওই ভিডিও দেখেছেন। অনেকেই মন্তব্য করে তাঁর সৃষ্টির প্রশংসা করেছেন।

মন্তব্যে একজন লিখেছেন, ‘আমি এটা থেকে চোখ ফেরাতে পারছি না। উনি (আমুরি) বেশ সৃষ্টিশীল একজন মানুষ।’ অপর একজন মজা

করে লিখেছেন, ‘আমার বাচ্চা কি এটায় উঠতে পারবে?’ আমুরির প্রশংসা করে অন্য একজন লিখেছেন, ‘আপনি আমাদের বারবার অবাক করেন। এটা দুর্দান্ত।’

সম্প্রতি চকলেট দিয়ে বড় আকারের একটি ফিনিক্স পাখি বানিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন আমুরি। ওই পাখিতে তিনি চকলেটের তৈরি দুই হাজার পালক যুক্ত করেন। তারও আগে আমুরি চকলেটের একটি জিরাফ বানিয়েছিলেন। ওই সৃষ্টিকর্ম ৮ দশমিক ৩ ফুট উঁচু ছিল। চকলেটের জিরাফের ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে আমুরি ক্যাপশনে লিখেছিলেন, ‘চকলেট জিরাফ! শতভাগ চকলেট দিয়ে বানানো আমার সবচেয়ে বড় সৃষ্টি এটি।’