একনজর: সারা দিন বিশ্বে যা ঘটল

আজ ৩ ডিসেম্বর, রোববার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এর পাশাপাশি ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়াসহ আরও কিছু উল্লেখযোগ্য খবর আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তাঁদের যুদ্ধ চলবে। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন।

বিজেপি ও কংগ্রেস দলের প্রতীক

এদিকে ভারতে লোকসভা নির্বাচনের আগে অনুষ্ঠিত দেশটির পাঁচ রাজ্যের ভোটে কংগ্রেস ও বিজেপি দুটি করে রাজ্যে এগিয়ে রয়েছে। আজ সকালে চার রাজ্যের ভোট গণনা শুরু হয়। প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে মধ্যপ্রদেশ ও রাজস্থানে এবং কংগ্রেস এগিয়ে ছত্তিশগড় ও তেলেঙ্গানায়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে ভোট গণনা হবে আগামীকাল সোমবার।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি। ছবি: রয়টার্স

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা শহীদ খাকান আব্বাসি বলেছেন, তিনি আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নেবেন না। ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাঁর দল নিয়ে হতাশাও প্রকাশ করেন।

উত্তর কোরিয়া গত মাসে সফলভাবে সামরিক গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে
ফাইল ছবি: রয়টার্স

উত্তর কোরিয়ার সদ্য উৎক্ষেপণ করা গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ পরিচালনাকারী প্রতিষ্ঠানটি একটি সামরিক গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করবে। আজ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্যারিসে আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের ওপর হামলার স্থানে পুলিশের সদস্যরা
ছবি: এএফপি

ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের ওপর হামলা চালিয়েছেন এক ব্যক্তি। এতে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন দুজন। গতকাল শনিবার ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন হামলার এই তথ্য জানিয়েছেন।

উড়োজাহাজ
প্রতীকী ছবি: রয়টার্স

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে দেশটির এক পার্লামেন্ট সদস্য ও তাঁর তিন সহযোগী নিহত হয়েছেন। গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। নিহত পার্লামেন্ট সদস্যের নাম ওয়াল্টার হার্মস। তিনি প্যারাগুয়ের ক্ষমতাসীন দল কলোরাডো পার্টির সদস্য।