যুদ্ধ-সংঘাত ও দুর্যোগের বছর

প্রত্যাশা ছিল, এ বছর যুদ্ধবিগ্রহ থেকে বেরিয়ে আসবে বিশ্ব। কিন্তু উল্টো ইউক্রেন থেকে গাজা আর মিয়ানমার থেকে সুদান—যুদ্ধ ও সংঘাত আরও বিস্তৃত হয়েছে। পাকিস্তান আর ব্রাজিল হয়েছে সহিংস রাজনীতির সাক্ষী। জনতুষ্টিবাদ যে গণতন্ত্রের পরীক্ষা নেবে, এমন ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতি। বছরের শুরুর দিকে তুরস্কে আঘাত হানা ভূমিকম্প জানান দিয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ কতটা ভয়াবহ হতে পারে।

‘প্রস্তর যুগে’ গাজা

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অতর্কিত এক হামলা সবাইকে বিস্মিত করেছে। গাজা সীমান্তবর্তী কয়েকটি ইসরায়েলি শহরে ঢুকে পড়ে গাজার সশস্ত্র যোদ্ধারা। হামলায় নিহত হন প্রায় ১ হাজার ২০০ জন। এ ছাড়া ২৪০ জনকে বন্দী করে গাজায় নিয়ে আসে ফিলিস্তিনি যোদ্ধারা। অবশ্য যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের অংশ হিসেবে শতাধিক জিম্মিকে মুক্তি দেওয়া।

এ হামলা বড় ধাক্কা ছিল ইসরায়েলের জন্য। তবে জবাব দিতে দেরি করেনি দেশটি। ওই দিনই অবরুদ্ধ গাজায় ব্যাপক হামলা শুরু করে তারা। অক্টোবরের শেষে শুরু করে স্থল অভিযান। ইসরায়েলি নেতারা ঘোষণা দিয়েছেন গাজাকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে নেওয়ার।

ইসরায়েলি হামলায় এভাবে ধ্বংস হয়ে গেছে গাজার বিশাল এলাকা
ছবি: এএফপি

প্রায় তিন মাসের যুদ্ধে দৃশ্যত সেটিই হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ২৯ হাজার বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। এতে ৭০ ভাগ বাড়িঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গত শুক্রবার দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজায় ২১ হাজার ৫০০ জন নিহত হয়েছেন। তাঁদের ৭০ শতাংশই নারী ও শিশু।

ইউক্রেনের ‘পাল্টা হামলার’ বছর

ইউক্রেনে গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া হামলা শুরু করে। রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড উদ্ধারে এ বছর ‘পাল্টা হামলা’ শুরুর ঘোষণা দেয় ইউক্রেন। এরই অংশ হিসেবে ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক ও সাঁজোয়া যান থেকে শুরু করে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র দেয় পশ্চিমা মিত্ররা।

জুনের শুরুর দিকে শুরু হয় আলোচিত সেই ‘পাল্টা হামলা’। কিন্তু দখলকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে মাইলের পর মাইল মাইন পুঁতে রাখে রুশ বাহিনী। এতে সামনে অগ্রসর হওয়াটা দুর্ভেদ্য হয়ে ওঠে ইউক্রেনীয়দের জন্য। অবশ্য ক্রিমিয়ায় ও কৃষ্ণসাগরে কয়েকটি বড় ধরনের হামলা চালায় ইউক্রেন। ড্রোন পাঠিয়েছে মস্কো পর্যন্ত।

মে মাসে বাখমুতের নিয়ন্ত্রণ হারানো বড় ধাক্কা ছিল ইউক্রেনের জন্য। এ শহর দখলে সামনে থেকে নেতৃত্ব দেয় রাশিয়ার ভাড়াটে বাহিনী ভাগনার। অবশ্য ২৪ জুন ভাগনার–প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের ক্ষণস্থায়ী বিরল বিদ্রোহে বিপাকে পড়েন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ২৩ আগস্ট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রিগোশিনের রহস্যজনক মৃত্যুতে এ বিদ্রোহের ‘চূড়ান্ত অবসান’ হয়।

গত শুক্রবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর জ্বলছে একটি গুদাম
ছবি: রয়টার্স

২৬ ডিসেম্বর দোনেৎস্কের ‘প্রবেশদ্বার খ্যাত’ পূর্ব ইউক্রেনের মারিঙ্কা শহর নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয় রাশিয়া। ২৯ ডিসেম্বর ইউক্রেনজুড়ে চালানো এক হামলায় ১৫৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান দিচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলো। এখন দেখার বিষয়, নতুন বছর যুদ্ধের গতিপ্রকৃতি নিজেদের পক্ষে নিতে পারে কিনা কিয়েভ।

মিয়ানমারে নাকাল জান্তা

গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে এ বছরটি দুঃস্বপ্নের হয়ে থাকবে জান্তার জন্য। গত অক্টোবর থেকে দেশটির উত্তরাঞ্চলে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের সঙ্গে জান্তা বাহিনীর লড়াই চলছে। এরই মধ্যে জোটটি বেশ কয়েকটি শহর ও চীনের সঙ্গে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ কিছু কেন্দ্র দখল করে নিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, ২০২১ সালে ক্ষমতা দখলের পর এই প্রথম বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ল জান্তা।

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) যোদ্ধারা টহল দিচ্ছেন
ছবি: এএফপি

সুদানে ক্ষমতার লড়াই

ক্ষমতা দখলে গত এপ্রিলের মাঝামাঝি সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয়। এই সংঘাত এখন দেশটিতে গৃহযুদ্ধের রূপ নিয়েছে। এতে ১২ হাজারের বেশি প্রাণহানি হয়েছে। জাতিসংঘ জানায়, দেশটিতে ৭০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। আর ১৫ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছেন।

প্রাইমারিতে ‘অযোগ্য’ ট্রাম্প

এ বছর চালানো প্রায় সব জরিপে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার ইঙ্গিত মিলেছে। জনপ্রিয়তায় পেছাতে থাকা প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য গলার কাঁটা হিসেবে দেখা দিয়েছে গাজার যুদ্ধ। ইসরায়েলকে শর্তহীন সমর্থন দিয়ে আসায় তরুণদের মধে৵ তাঁর জনপ্রিয়তা কমছে। বেঁকে বসেছে মুসলিম ভোটাররাও।

অবশ্য বছরজুড়ে আদালতে দৌড়াতে হয়েছে ট্রাম্পকে। বছর শেষে বড় ধাক্কা হয়ে এসেছে কলোরাডো ও মেইন অঙ্গরাজ্যের আদালতের আদেশ। ক্যাপিটল হিলে হামলায় ভূমিকার জন্য এই দুই রাজ্যের রিপাবলিকান প্রাইমারিতে (মনোনয়ন লড়াই) তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে আইনি বাধাকে এখন বড় করে দেখা হচ্ছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স ফাইল ছবি

পাকিস্তানে ইমরান কারাগারে, নওয়াজের ফেরা

পাকিস্তানের সর্বশেষ নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান এখন কারাগারে। রাষ্ট্রীয় উপহার কেনাবেচা (তোশাখানা) দুর্নীতি মামলায় ৫ আগস্ট তাঁর তিন বছরের সাজা হয়েছে। অন্যদিকে আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ। তাঁকে ক্ষমতায় আনতে নেপথ্যে থেকে সেনাবাহিনী কলকাঠি নাড়ছে বলে অভিযোগ তুলেছে অন্য দলগুলো।

এর আগে ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত চত্বর থেকে ইমরানকে গ্রেপ্তার ঘিরে দেশটিতে নজিরবিহীন সহিংসতা ছড়িয়ে পড়ে। ইমরানের সমর্থকেরা সেনা সদর দপ্তরে ঢুকে সেনাবাহিনীর পতাকাসংবলিত সাইনবোর্ড খুলে ফেলে। লাহোরে সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ জেনারেলের বাসভবনেও আগুন দেওয়া হয়।
ব্রাজিলে কংগ্রেসে হামলা

গত ৮ জানুয়ারি ব্রাজিলের পার্লামেন্ট ভবন কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ, সুপ্রিম কোর্ট ভবনসহ বিভিন্ন সরকারি দপ্তরে তাণ্ডব চালায় ডানপন্থী নেতা জইর বলসোনারোর সমর্থকেরা। গত বছরের অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনারো। তবে এ নির্বাচনের ফলাফল তিনি মেনে নেননি।

ভূমিকম্পে তুরস্কের কাহরামানমারাস এলাকার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়
ছবি: রয়টার্স

ভয়াবহ এক ভূমিকম্প

প্রায় ৮৪ বছর পর তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে ৬ ফেব্রুয়ারি। ওই দিন ভোরে তুরস্ক ও সিরিয়া সীমান্তে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৮। এই ভূমিকম্পে তুরস্কে ৪৪ হাজার ২১৮ জন মারা যান। আর সিরিয়ায় মারা যান ৫ হাজার ৯১৪ জন।