ইতিহাসের এই দিনে: সংগ্রহ করা হয় ধূমকেতুর ধুলা
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২ জানুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
সময়টা ২০০৪ সালের ২ জানুয়ারি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান স্টারডাস্ট নতুন কীর্তি গড়ে। মহাকাশযানটি ওয়াইল্ড-২ ধূমকেতুর কাছাকাছি পৌঁছে যায়। শুধু তাই নয়, মহাকাশযানটি ধূমকেতুটির ফেলে যাওয়া ধুলা সংগ্রহ করে। পরে তা পৃথিবীতে নিয়ে আসে।
ভিয়েত কংয়ের বড় জয়
১৯৬৩ সালের ২ জানুয়ারি, তখন ভিয়েতনাম যুদ্ধ চলছে। যুদ্ধে প্রথমবারের মতো বড় জয় পায় ভিয়েত কং।
টেস্ট ম্যাচে প্রথম হ্যাটট্রিক
সময়টা ১৮৭৯ সালের ২ জানুয়ারি, টেস্ট ক্রিকেটের মাঠে প্রথম হ্যাটট্রিকের ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফ্রেড স্পফোর্থ পরপর তিন বলে তিনজন ব্রিটিশ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দিয়ে এই রেকর্ড গড়েন। মেলবোর্নে খেলাটি হয়েছিল।
পতন ঘটে গ্রানাদার
১৪৯২ সালের ২ জানুয়ারি, স্পেনের শহর গ্রানাদার পতন হয়। ৭০০ বছরের বেশি সময় ধরে ইউরোপের শহরটি মুসলিম শাসকদের অধীন ছিল। ওই দিন শহরটি খ্রিষ্টান বাহিনীর নিয়ন্ত্রণে যায়।