ভারতকে অস্ত্র সরবরাহ করতে পারছে না রাশিয়া

রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ হাতে পাচ্ছে ভারত
ফাইল ছবি: এএফপি

ইউক্রেন যুদ্ধে নিজেদের চাহিদা মেটাতে গিয়ে ভারতকে অস্ত্র সরবরাহ করতে পারছে না রাশিয়া। ভারতের পার্লামেন্টারি কমিটিকে এ তথ্য জানিয়েছেন দেশটির বিমানবাহিনীর একজন মুখপাত্র। রাশিয়া থেকে ভারত সবচেয়ে বেশি অস্ত্র কেনে। বর্তমানে অস্ত্র সরবরাহে রাশিয়ার এ অপরাগতা দিল্লি–মস্কো সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।

পার্লামেন্টারি কমিটিকে ওই মুখপাত্র বলেন, মস্কো থেকে অস্ত্রের একটি বড় চালান আসার কথা ছিল। ইউক্রেন যুদ্ধের কারণে সেটি আসছে না। ভারতের বিমানবাহিনীর মুখপাত্রের দেওয়া ওই তথ্য গত মঙ্গলবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। তবে চলমান যুদ্ধের কারণে রাশিয়ার হাতে অস্ত্রের মজুত কমে আসছে—এমন জল্পনা আগে থেকেই ছিল।

লোকসভার ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘তারা (রাশিয়া) এটা লিখিতভাবে জানিয়েছে যে তারা এখন অস্ত্র সরবরাহ করতে পারবে না।’ তবে কোন ধরনের অস্ত্র চালান স্থগিত করা হয়েছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। বিষয়টি জানতে নয়াদিল্লিতে অবস্থিত রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো জবাব আসেনি।

রাশিয়া থেকে ভারতে অস্ত্রের সবচেয়ে বড় যে চালান আসার কথা রয়েছে, সেটি হলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস–৪০০–এর দুটি ইউনিট। ২০১৮ সালে ৫৪০ কোটি ডলারে রুশ এই প্রতিরক্ষাব্যবস্থা কিনেছিল নয়াদিল্লি। ইতিমধ্যেই এস–৪০০–এর তিনটি ইউনিট হাতে পেয়েছে তারা। এ ছাড়া সুখোই–৩০ এমকেআই ও মিগ–২৯ যুদ্ধবিমানের যন্ত্রাংশের জন্য রাশিয়ার ওপর নির্ভর করতে হয় ভারতকে।

আরও পড়ুন

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ রাশিয়া। চলতি মাসের শুরুতেই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে চাহিদা মেটাতে অস্ত্রের উৎপাদনক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছিলেন।

আরও পড়ুন

এদিকে রাশিয়ার অস্ত্র সরবরাহ নিয়ে সম্প্রতি অভিযোগ করেছিল ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান ‘ভাগনার গ্রুপ’। ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত শহর দখলে রাশিয়ার পক্ষে লড়াই করছে ভাগনার। ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন বলেছিলেন, লড়াই চালিয়ে যাওয়ার জন্য রাশিয়ার কাছ থেকে পর্যাপ্ত অস্ত্র পাচ্ছেন না তাঁর যোদ্ধারা।

আরও পড়ুন