গরুর পালকে পথ দেখাচ্ছে কুকুর, ভিডিও ভাইরাল

গরুর পালকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া কুকুরটি
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

অবিরাম ঝরছে তুষার। সাদা তুষারে ছেয়ে গেছে চারপাশ। এর মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে একপাল গরু। মজার বিষয় হলো, সেগুলোর সামনে রয়েছে একটি কুকুর। গরুগুলোকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে কুকুরটি।  

চিত্রটি একটি ভিডিওর। গতকাল শুক্রবার ভিডিওটি টুইটারে প্রকাশ করেছেন ভারতের ঝাড়খন্ড রাজ্যের ডেপুটি কালেক্টর সঞ্জয় কুমার। শিরোনামে তিনি লিখেছেন, ‘যে অন্যদের পথ দেখায়, সে-ই নেতা, হোক সে আকারে বড় বা ছোট।’  

ভিডিওটি এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশিবার দেখা হয়েছে। পোস্টের নিচে মজার মজার মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘বোকা গরুগুলোকে সহজেই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে কুকুরটি।’ আরেকজনের মন্তব্য, ‘আসলেই আকার-আকৃতি কোনো বিষয় নয়।’

আবার অনেককেই অনুপ্রেরণা দিয়েছে কুকুরের ওই কাণ্ড। এমনই একজনের মন্তব্য, ‘কুকুরটির কাছ থেকে মানুষের শেখা উচিত।’ অপর একজন বলেছেন, ‘অসাধারণ উদাহরণ। মানুষকে ব্যবহার করার বদলে একজন আসল নেতার এমনই হওয়া উচিত।’

পশুপাখিদের এমন অনেক ভিডিও ইন্টারনেট ব্যবহারকারীদের হাসি-আনন্দের খোরাক হয়। এই কিছুদিন আগেই কুকুরের আরেকটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। সেটি এতটাই মজার ছিল যে লোকজন লাখ লাখবার দেখেছিলেন।  

ভিডিওটিতে দেখা যায়, পোষা কুকুরকে পাশে রেখে খাবার খাচ্ছেন এক ব্যক্তি। তিনি যখনই খাবার মুখে তুলছিলেন, কুকুরটি সেদিকে একনজরে তাকাচ্ছিল। পরে যখন ওই ব্যক্তি কুকুরটির দিকে ফেরেন, তখন সেটি তার নজর অন্যদিকে নেয়, যেন কিছুই হয়নি।