ইতিহাসের এই দিনে: মাইক্রোওয়েভ ওভেন আবিষ্কার

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৮ অক্টোবর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

মাইক্রোওয়েভ ওভেন
ফাইল ছবি: রয়টার্স

১৯৪৫ সালের ৮ অক্টোবর। যুক্তরাষ্ট্রের পদার্থবিদ পার্সি এল স্পেনসার নিজের উদ্ভাবিত একটি যন্ত্রের স্বত্ব (পেটেন্ট) চেয়ে আবেদন করেন। তাঁর ওই যন্ত্রটি ছিল মাইক্রোওয়েভ ওভেন। ওই যন্ত্রের সাহায্যে তাপ প্রয়োগে চকলেট গলিয়ে ফেলতে সক্ষম হয়েছিলেন স্পেনসার। এ থেকে তিনি বুঝতে পারেন, এতে রান্নাও করা সম্ভব। এটিই ছিল বিশ্বের প্রথম মাইক্রোওয়েভ ওভেন।  

আরও পড়ুন

স্পিডবোট ভ্রমণে রেকর্ড

অস্ট্রেলিয়ার কেন ওয়ারবি পেশায় মোটরবোট রেসার। অর্থাৎ ইঞ্জিনচালিত নৌযান নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন তিনি। ১৯৭৮ সালের এদিনে তিনি প্রথমবারের মতো স্পিডবোটে ঘণ্টায় ৪৮৩ কিলোমিটার বা প্রায় ৩০০ মাইল গতিতে ভ্রমণ করেন।

আরও পড়ুন

ওয়াংগারি মাথাইয়ের নোবেল জয়

পরিবেশকর্মী ওয়াংগারি মাথাই
ফাইল ছবি: রয়টার্স

আফ্রিকার দেশ কেনিয়ার জনপ্রিয় পরিবেশকর্মী ওয়াংগারি মাথাই। দেশটিতে তিনি গাছ লাগিয়ে ব্যাপকভাবে পরিচিত। তাঁর নেতৃত্বে কেনিয়ায় চলছে পরিবেশ সুরক্ষার গ্রিন বেল্ট আন্দোলন। ২০০৪ সালের এদিনে টেকসই উন্নয়ন নিশ্চিতে ভূমিকা রাখায় শান্তিতে নোবেল পুরস্কার প্রাপক হিসেবে মাথাইয়ের নাম ঘোষণা করা হয়।।

আরও পড়ুন

‘সুপারম্যান’খ্যাত ক্রিক অ্যালেনের জন্ম

মার্কিন অভিনেতা ক্রিক অ্যালেন। পর্দায় সুপারম্যানের চরিত্রে প্রথমবার অভিনয় করেছিলেন তিনি। আজ এ অভিনেতার জন্মদিন। ১৯১০ সালের ৮ অক্টোবর জন্মগ্রহণ করেন অ্যালেন।

আরও পড়ুন
আরও পড়ুন