২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার আয়োজন করছে সৌদি আরব

ইউক্রেনের সামরিক বাহিনীর ট্যাংক নিয়ে যাচ্ছেন দেশটির একজন সেনা। লুহানস্ক অঞ্চল, দনবাস, ইউক্রেন
ফাইল ছবি: ইউক্রেন

ইউক্রেনে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী সপ্তাহের শেষের দিকে শান্তি আলোচনার আয়োজন করতে চায় সৌদি আরব। ওয়াল স্ট্রিট জার্নালসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।

খবরে আরও বলা হয়েছে, সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে এ শান্তি আলোচনা। বিভিন্ন পশ্চিমা দেশ, জাপান ও ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে। তবে এ আলোচনায় কোন দেশের কতজন প্রতিনিধি অংশ নেবেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এ আলোচনায় রাশিয়া অংশ নেবে কি না, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি শান্তি আলোচনা প্রত্যাখ্যান করছেন না।

আরও পড়ুন

সেন্ট পিটার্সবার্গে আফ্রিকার নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে পুতিন আরও বলেন, ইউক্রেনের সেনারা আক্রমণ চালিয়ে যাচ্ছেন। তাই কোনো যুদ্ধবিরতি হতে পারে না।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবেই শান্তি আলোচনার আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। যদিও দেশটি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে দুদেশের সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন

রাশিয়ার আগ্রাসনের বিরোধিতা করে একদিকে যেমন জাতিসংঘে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল, অন্যদিকে বিশ্ববাজারে তেল রপ্তানির নীতির বিষয়েও রাশিয়ার সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছে সৌদি আরব।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করে রাশিয়া। ১৭ মাস ধরে এ যুদ্ধ চলছে। সম্প্রতি ইউক্রেন পাল্টা হামলা শুরু করেছে।