আগরতলা স্থলবন্দরে আস্থা বাড়ছে বাংলাদেশিদের

ভারতে প্রবেশের জন্য আখাউড়া-আগরতলা স্থলবন্দরের প্রতি বাংলাদেশিদের আগ্রহ দিন দিন বাড়ছে। সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম প্রভৃতি জেলার মানুষ এই বন্দর দিয়েই ভারতে প্রবেশ করেন। এখান থেকে দিল্লি, কলকাতা, চেন্নাইসহ বিভিন্ন শহরে যান তাঁরা। তাই চাপ বাড়ছে ত্রিপুরার এই স্থলবন্দরে।
ঢাকা-চট্টগ্রাম রেলপথে আখাউড়া রেলস্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে বাংলাদেশের আখাউড়া সীমান্ত। ওপারে ভারতের ত্রিপুরা। ত্রিপুরার রাজধানী আগরতলা শহরেই অবস্থিত এই স্থলবন্দর। ভারত সরকার ইতিমধ্যে এই স্থলবন্দরে অত্যাধুনিক সুযোগ-সুবিধা চালু করেছে।
বাংলাদেশিদের কাছে এখন এই স্থলবন্দর বেশ জনপ্রিয়। বেনাপোল বা হরিদাসপুর স্থলবন্দর থেকে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার মানুষ ত্রিপুরা দিয়েই এখন ভারতে ঢুকতে বেশি পছন্দ করছেন। প্রতিদিনই বাড়ছে বাংলাদেশি যাত্রীদের যাতায়াত।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা এখান থেকে কম ভাড়ায় ভারতের বিভিন্ন শহরে আকাশপথে যেতে পারেন সহজেই। রেলপথেও ত্রিপুরা এখন কলকাতা, দিল্লি বা চেন্নাইয়ের সঙ্গে সরাসরি যুক্ত।
তাঁরা বলছেন, আখাউড়া বা আগরতলা স্থলবন্দরে যাত্রী হয়রানির ঘটনা নেই বললেই চলে। উভয় দেশের অভিবাসন বা শুল্ক কর্তাদের ব্যবহারেরও প্রশংসা শোনা যায় যাত্রীদের কাছে।
আগরতলা স্থলবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস নন্দী প্রথম আলোকে বলেন, ‘চলতি বছরে যাত্রী পারাপার রেকর্ড করতে চলেছে এই স্থলবন্দর। গত এপ্রিল থেকে এ পর্যন্ত দেড় লাখ মানুষ যাতায়াত করেছেন। এঁদের বেশির ভাগই বাংলাদেশি।
দেবাশিসের দেওয়া তথ্য অনুযায়ী, এখান থেকে ২০১৭ সালের এপ্রিল থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত ১ লাখ ৬১ হাজার মানুষ যাতায়াত করেছেন।
দেবাশিস আরও জানান, চিকিৎসার কারণে আগরতলা বিমানবন্দরকে বেশি প্রাধান্য দিচ্ছেন প্রতিবেশী জেলাগুলোর বাসিন্দারা।
আগরতলা থেকে বিমানের টিকিট কাটলে পাঁচ হাজার রুপিতেই দিল্লি কিংবা চেন্নাই উড়ে যাওয়া যায়।
আখাউড়া-আগরতলা স্থলবন্দরে যাত্রী বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ জাকির ভূঁইয়া। তিনি প্রথম আলোকে বলেন, ‘খুবই খুশির খবর।’
জাকির ভূঁইয়ার মতে, ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের বহুদিন ধরেই সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদানের কথাও তিনি উল্লেখ করেন।
প্রথম সচিবের ভাষ্য, উভয় দেশের মানুষের মধ্যে যাতায়াত বাড়লে সম্পর্ক আরও বাড়বে।
জাকির ভূঁইয়া জানান, ত্রিপুরার মানুষের মধ্যেও বাংলাদেশে ঘুরতে যাওয়ার আগ্রহ বাড়ছে।
ঢাকা, আগরতলা ও কলকাতার মধ্যে নিয়মিত বাস সার্ভিস চালু রয়েছে। এই বাসে এখন যাত্রী বাড়ছে। ফলে, ব্যস্ততা অনেক গুণ বেড়ে গেছে আগরতলা-আখাউড়া স্থলবন্দরে।