আটকের ২৪ ঘণ্টা পর গ্রেপ্তার দেখানো হলো প্রিয়াঙ্কা গান্ধীকে

প্রিয়াঙ্কা গান্ধী
ফাইল ছবি: রয়টার্স

আটকের ২৪ ঘণ্টার বেশি সময় পর গতকার মঙ্গলবার গ্রেপ্তার দেখানো হয়েছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে। ভারতের উত্তর প্রদেশে মন্ত্রীপুত্রের গাড়িচাপা ও সংঘর্ষের ঘটনায় নিহত আট বিক্ষোভকারীর স্বজনদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তাঁকে গত সোমবার আটক করা হয়। একই ঘটনায় আরও ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে এ তথ্য জানানো হয়।

উত্তর প্রদেশের লাখিমপুর খেরিতে গত রোববার সহিংস ঘটনায় চার কৃষকসহ আটজন নিহত হন। সেখানে দুই মন্ত্রীর সফরকে কেন্দ্র করে এ সহিংস ঘটনা ঘটে। বিক্ষোভরত কৃষকদের গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলের বিরুদ্ধে মামলা হয়।

গতকাল প্রিয়াঙ্কার পাশাপাশি উত্তর প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি অজয় কুমার লাল্লু, কংগ্রেস নেতা দিপেনদার সিং হুদা ও দ্বীপক সিংকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হারগাঁও থানার পুলিশ কর্মকর্তা ব্রিজেশ কুমার ত্রিপাঠি বলেন, মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, গত সোমবার লাখিমপুর খেরিতে যাওয়ার পথে ভোররাত সাড়ে চারটায় প্রিয়াঙ্কা গান্ধীকে থামানো হয়। লাখিমপুর খেরিতে ১৪৪ ধারা জারি ছিল। পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে সেখানে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়। তবে প্রিয়াঙ্কা কথা শোনেননি। এর জেরে তাঁকে আটক করে একটি গেস্টহাউসে রাখা হয়।

প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার দেখানোর পর পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে জ্যেষ্ঠ কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ব্রিজেশ কুমার ত্রিপাঠি।

এ দিকে গতকালই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে একটি ভিডিও বিবৃতি প্রকাশ করেন প্রিয়াঙ্কা গান্ধী। সেটিতে একটি গাড়ি বিক্ষোভকারীদের ওপর দিয়ে চালিয়ে নিয়ে যেতে দেখা যায়। মোদি এই ভিডিওটি দেখেছেন কি না—এমন প্রশ্ন রাখেন কংগ্রেসের এই নেত্রী।

ভিডিওতে মোদিকে প্রিয়াঙ্কা বলেন, ‘ভিডিওতে দেখা যাচ্ছে, আপনার একজন মন্ত্রীর ছেলে কৃষকদের পিষে দিয়ে যাচ্ছেন। আপনি ভিডিওটি দেখেন, আর দেশবাসীকে জবাব দেন, কেন ওই মন্ত্রীকে বরখাস্ত করা হলো না, কেন তাঁর ছেলেকে এখনো গ্রেপ্তার করা হলো না। আপনি আমাকে কোনো মামলা ছাড়াই এভাবে আটক করে রেখেছেন। আমি জানতে চাই, ওই লোকটি কেন এখনো মুক্ত রয়েছেন।’