আমার দলের হলে টেনে চারটে থাপ্পড় মারতাম: সরকারি কর্মচারীদের নিয়ে মমতা

পুরুলিয়া জেলার প্রশাসনিক পর্যালোচনা সভায় বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি: ভাস্কর মুখার্জি

জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পশ্চিমবঙ্গের পুরুলিয়া গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে শুনতে পান ইটভাটা থেকে পাওয়া রাজস্বের হিসাব পাওয়া যাচ্ছে না। সরকারি কর্মচারীদের একাংশের পকেটে চলে যাচ্ছে টাকা। আর এই অভিযোগ শুনে রাগে অগ্নিশর্মা  হয়ে ওঠেন মমতা। তিনি বলেন, ‘আমার দলের লোক হলে আমি টেনে চারটে থাপ্পড় মারতাম।’

শুধু এটুকু বলেই ক্ষান্ত হননি মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসককে বলেন, ‘ডিএম শুনতে পাচ্ছ? এগুলো কিন্তু তৃণমূল করেনি। করছে প্রশাসনের নীচুতলার কর্মীরা।’ মমতা বলেন, ‘এতকিছু দিচ্ছি মানুষকে তবু কয়েকজন এত লোভী হয়ে যাচ্ছেন কেন? আর কত চাই? আমার দলের লোক হলে আমি টেনে চারটে থাপ্পড় মারতাম। কারণতাদের আমি সব সময় শাসন করি।’

বৈঠকে অভিযোগটি তোলেন তৃণমূলেরই এক নেতা। তিনি বলেন, স্থানীয় ইটভাটা থেকে যে সরকারি অর্থ আদায় হয় তাঁর হিসাব পাওয়া যায় না। সেগুলো নাকি কয়েকজনের পকেটে যায়।

এ সময় মমতা বলেন, ওপরে ওপরে ঘুরে বেড়িয়ে ছবি তুলে কোনো কাজ হয় না। যারা সরকারি সেবা পেতে যাচ্ছেন এবার আর অনুরোধ নয়, সোজা নির্দেশ দিচ্ছি। কাজ করে দেবেন।