কবি শঙ্খ ঘোষ করোনায় আক্রান্ত

কবি শঙ্খ ঘোষ

প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার তাঁর করোনা শনাক্ত হয়। তবে তাঁর পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে কবির পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

সূত্র জানায়, শঙ্খ ঘোষ কয়েক মাস ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছেন। গত ২১ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালেও ছিলেন কয়েক দিন। এর মধ্যে তিন দিন আগে জ্বর ও পেটের সমস্যা দেখা দেয়। এরপর তাঁর করোনা টেস্ট করা হয়। গতকাল তাঁর পজিটিভ রিপোর্ট আসে। তিনি এখন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কলকাতার বাড়ি থেকেই কবির চিকিৎসা চলবে বলে জানানো হয়েছে।

কবি শঙ্খ ঘোষের জন্ম ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি। কর্মজীবনে তিনি যাদবপুর ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ১৯৯২ সালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন।