কলকাতায় উদ্‌যাপিত হলো বাংলা নববর্ষ এবং রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইছেন শিল্পীরা
ছবি: প্রথম আলো

বাংলা নববর্ষ ১৪২৯ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আজ রোববার সন্ধ্যায় ভারতের কলকাতায় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ উপহাইকমিশন। অনুষ্ঠানে রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস।

আন্দালিব ইলিয়াস বলেন, দুই বাংলার আজ একটি বড় উৎসব, বাংলা নববর্ষ উদ্‌যাপনের উৎসব। বাংলা নববর্ষ উদ্‌যাপনে এই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ একাকার হয়ে যায়। মেতে ওঠে বাঙালির নিজস্ব ঘরানায় নববর্ষ উদ্‌যাপনের উৎসবে। সেই সঙ্গে দুই দেশের দুই প্রথিতযশা কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য কলকাতাও এই বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসে মুখরিত হয় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ঘিরে।
দুই কবির সংগীত, নৃত্য আর আবৃত্তিতে জমজমাট হয়ে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠানটি। অনুষ্ঠানে অংশ নেন কলকাতার শিল্পীরা। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা–কর্মচারীরাও রবীন্দ্র-নজরুলসংগীত পরিবেশন করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন কলকাতার নৃত্য সংগঠন দীপ্তাংশু ও গার্গি পারফর্মিং ড্যান্স গ্রুপের সদস্যরা। অনুষ্ঠানের আকর্ষণ ছিল কলকাতার অগ্নিবীণার সংগীত পরিবেশন এবং গানের দল ‘সুরজিৎ ও বন্ধুরা’র মনমাতানো সংগীত পরিবেশন।