কলকাতা বন্দর থেকে বাংলাদেশে কয়লা রপ্তানি শুরু

বন্দরের বার্জে কয়লা তোলা হচ্ছে।
ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের কলকাতা বন্দর থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কয়লা রপ্তানি শুরু হলো আজ শুক্রবার। আজ দুপুরে এই রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন কলকাতা পোর্টের চেয়ারম্যান বিনীত কুমার।

বিনীত কুমার বলেন, প্রতি মাসে ২০ হাজার টন কয়লা যাবে বাংলাদেশের রামপালের পাওয়ার স্টেশনের জন্য। আজ প্রথম দিন বার্জযোগে পাঠানো হয়েছে চার হাজার মেট্রিক টন কয়লা।

আজ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের (কলকাতা পোর্ট) নেতাজি সুভাষ ডক (এনএসডি) থেকে বাংলাদেশে কয়লা পাঠানো হয়। প্রথম দিনে চার হাজার মেট্রিক টন কয়লা বার্জযোগে যাচ্ছে বাংলাদেশের খুলনার মোংলা পোর্টে। এই কয়লা আনা হয়েছে ঝাড়খন্ড রাজ্যের ধানবাদ থেকে।

ভারত থেকে পাঠানো এই কয়লা ব্যবহৃত হবে খুলনার মৈত্রী রামপাল পাওয়ার প্ল্যান্টে। এই পাওয়ার প্ল্যান্টটি বাংলাদেশ ও ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের নামে। এই প্রকল্পে যুক্ত রয়েছে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন লিমিটেড (এনটিপিসি) এবং বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি)। কলকাতা থেকে কয়লা রপ্তানি করছে গোদাবরী কমোডেটিস নামে একটি প্রতিষ্ঠান।