‘ট্রু লাভ’ খুঁজে পেতে নিজেকেই বিয়ে করবেন তরুণী

ক্ষমা বিন্দু
ছবি: ইনস্টাগ্রাম

ভারতের গুজরাটের এক তরুণী নিজেকেই বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন। তাঁর এমন ঘোষণা হইচই ফেলে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গুজরাটের ভদোদরা শহরের ২৪ বছর বয়সী এই তরুণীর নাম ক্ষমা বিন্দু। তিনি একজন কর্মজীবী।

বিন্দু বলেছেন, হিন্দু বিয়ের ঐতিহ্যগত আচার-আনুষ্ঠানিকতা মেনে তিনি ১১ জুন নিজেকে বিয়ে করবেন।

নিজেকে বিয়ে করার উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে বিন্দু বলেন, তিনি গৎবাঁধা (স্টেরিওটাইপ) রীতিনীতি ভাঙতে চান। যাঁরা সত্যিকারের ভালোবাসা (ট্রু লাভ) খুঁজে পেতে ক্লান্ত, তাঁদের তিনি অনুপ্রাণিত করতে চান।

বিন্দুর ভাষ্য, তিনি উভকামী (বাইসেক্সুয়াল)। ভারতে তিনিই প্রথম নিজেকে বিয়ে (সলোগামি) করতে যাচ্ছেন।

আইন বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, ভারতে নিজেকে বিয়ের কোনো আইনি ভিত্তি নেই।

নিজেকে বিয়ে করার ধারণা সম্পর্কে বলতে গিয়ে বিন্দু বলেন, ‘জীবনের একটি পর্যায়ে বুঝতে পারি, মনোমুগ্ধকারী কোনো রাজপুত্রের প্রয়োজন আমার নেই। কারণ, আমি নিজেই নিজের রানি।’

বিন্দু বলেন, ‘আমি শুধু বিয়ের দিনটিকে চাই। কিন্তু পরের দিনকে চাই না। সে জন্য আমি ১১ জুন নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।’

বিয়ের দিনের আয়োজন সম্পর্কে বিন্দু বলেন, ‘আমি কনের মতো করে সাজব। আচার-অনুষ্ঠানে অংশ নেব। বন্ধুরা আমার বিয়েতে আসবে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আমি আমার বাড়িতে ফিরে আসব।’

বিন্দুর মা অন্য শহরে থাকেন। তিনি এই বিয়েতে সম্মতি দিয়েছেন। বিন্দু বলেন, ‘আমি ইতিমধ্যে আমার বিয়ের আনুষ্ঠানিকতার জন্য একজন পুরোহিত ঠিক করেছি।’

বিন্দুর ভাষ্য, তিনি লক্ষ করেছেন যে পশ্চিমের মতো ভারতে নিজেকে বিয়ে প্রচলিত নয়। তাই তিনি ভারতে এই বিয়ের ধারা চালু করতে চান। পাশাপাশি অন্যদের এমন বিয়েতে অনুপ্রাণিত করতে চান।

বিন্দু বলেন, ‘লোকজন আমার ধারণাটিকে পছন্দ না-ও করতে পারে। কিন্তু আমি আত্মবিশ্বাসী যে আমি ঠিক কাজটিই করছি।’

প্রচার পাওয়ার জন্য এমন কাজ করছেন কি না, এই প্রশ্নের জবাবে বিন্দু বলেন, তিনি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ও প্রভাবশালী।

বিন্দু বলেন, ‘আমি শুধু গৎবাঁধা ধ্যানধারণাগুলো ভাঙতে চাই। নিজেকে ভালোবাসতে অন্যদের অনুপ্রাণিত করতে চাই। এমন লোকজন আছেন, যাঁরা ভালোবাসা খুঁজে পেতে ক্লান্ত। কিংবা একাধিকবার বিবাহবিচ্ছেদ করত গিয়ে শ্রান্ত।’

বিন্দু আরও বলেন, ‘একজন উভকামী হওয়ায় আমি অতীতে একজন পুরুষ ও একজন নারীর প্রেমে পড়েছিলাম। কিন্তু এখন আমি নিজেকে সবটুকু ভালোবাসা দিতে চাই।’

নিজেকে বিয়ের কোনো আইনি সমর্থন ভারতে নেই বলে মত দেশটির আইন বিশেষজ্ঞদের।

হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কৃষ্ণকান্ত ভাখারিয়া বলেন, ‘ভারতীয় আইন অনুযায়ী, আপনি নিজেকে বিয়ে করতে পারবেন না। একটি বিয়েতে দুজন ব্যক্তি থাকতে হবে। নিজেকে বিয়ে বৈধ নয়।’

ভারতের প্রবীণ আইনজীবী চন্দ্রকান্ত গুপ্ত বলেন, ‘হিন্দু বিবাহ আইনে বিয়ে সম্পন্ন করার জন্য অবশ্যই দুজন ব্যক্তি থাকতে হবে। সোলোগামি কখনোই আইনি পরীক্ষায় উত্তীর্ণ হবে না।’