তিন রাজ্যে দৌড়ে পিছিয়ে বিজেপি

আসামে ভোট গণনার কাজ চলছে।
ছবি: এএনআই

আসাম রাজ্য ও কেন্দ্রশাসিত পদুচেরি ছাড়া বাকি তিন রাজ্যে পিছিয়ে রয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আসামের পরে বিজেপি ভালো অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গে। তবে তামিলনাড়ু ও কেরালায় বিজেপি জয়ের দৌড়ে পিছিয়ে রয়েছে। খবর এনডিটিভির।

দুপুর পর্যন্ত পাওয়া খবরে, আসামে ১২৬টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ৮১ আসনে। এরপর রয়েছে কংগ্রেসের অবস্থান।

পশ্চিমবঙ্গে ২৯৪ আসনের মধ্যে ২৯২টিতে আনুমানিক ফল ঘোষণা করেছে এনডিটিভি। এর মধ্যে ২০৪ আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি এগিয়ে আছে ৮৫ আসনে।

তামিলনাড়ুতে বিজেপিবিরোধী দ্রাভিদা মুনেত্রা খাজাগমে (ডিএমকে) অনেকটাই এগিয়ে গেছে। বিজেপি রয়েছে এআইডিএমকের নেতৃত্বাধীন জোটে। এ রাজ্যে ২৩৪টি আসনের মধ্যে ডিএমকে এগিয়ে আছে ১৩৩ আসনে। এরপরে আছে এআইডিএমকে জোট। বিজেপি ও অল ইন্ডিয়া আন্না দ্রাভিদা মুনেত্রা খাজাগমের ক্ষমতাসীন জোট এআইডিএমকে এগিয়ে ১০০ আসনে।

কেরালায় সম্ভবত রেকর্ড গড়তে চলেছে বামফ্রন্ট নেতৃত্বাধীন লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ)। সেখানে তারা ১৪০ আসনের মধ্যে ৮৯টিতে এগিয়ে আছে। কংগ্রেস এগিয়ে ৪৬ আসনে। আর বিজেপি মাত্র ৩ আসনে এগিয়ে রয়েছে।

এদিকে পদুচেরিতে ৩০ আসনের মধ্যে এনআরসি এগিয়ে আছে ১১ আসনে। এনআরসি জোটে রয়েছে বিজেপি।