পরিবার নিয়ে হুমকির মুখে, দাবি সেই বিজেপি নেতার

বিজেপি নেতা নবীন কুমার জিন্দাল
ছবি: টুইটার থেকে নেওয়া

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে বহিষ্কৃত বিজেপি নেতা নবীন কুমার জিন্দাল বলেন, তিনি ও তাঁর পরিবার হুমকির মুখে। গত শনিবার টুইটারে নবীন কুমার জিন্দাল লেখেন, ‘আমি বিনীতভাবে সবাইকে আমার ও আমার পরিবার সম্পর্কে কোনো তথ্য কাউকে না দেওয়ার অনুরোধ করছি। অনুরোধ সত্ত্বেও অনেকেই সামাজিক মাধ্যমে আমার আবাসিক ঠিকানা পোস্ট করছেন।’

একটি ফোন নম্বর থেকে হুমকি পেয়েছেন দাবি করে সেই ফোন নম্বরের একটি স্ক্রিনশট পোস্ট করে ব্যবস্থা নিতে দিল্লি পুলিশের প্রতি আহ্বান জানান নবীন কুমার।

আরও পড়ুন

গত সপ্তাহে বিজেপির দিল্লি মিডিয়া ইউনিটের প্রধান জিন্দালকে দল থেকে বহিষ্কার করে। জিন্দাল এবং বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যর পর তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাঁদের বহিষ্কার করে বিজেপি।

জিন্দালকে বহিষ্কারের ঘোষণা দেন দিল্লি বিজেপির প্রধান আদেশ গুপ্তা। তিনি বলেন, জিন্দালের মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ন এবং দলের মৌলিক বিশ্বাসের লঙ্ঘন করেছে। গুপ্তা বলেন, ‘আপনার (নবীন কুমার জিন্দাল) প্রাথমিক সদস্যপদ তাৎক্ষণিক বাতিল করা হচ্ছে এবং আপনাকে দল থেকে বহিষ্কার করা হলো।’

আরও পড়ুন