পশ্চিমবঙ্গের মহিলা কমিশন পদত্যাগ করুক, দাবি আম আদমি পার্টির

কলকাতা প্রেসক্লাবে সোমবার বিকেলে সংবাদ সন্মেলন করে আপের মহিলা শক্তি শাখা
ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গের মহিলা কমিশনের কর্মকর্তাদের ‘অকর্মণ্য’ উল্লেখ করে সংস্থাটির সব কর্মকর্তাদের পদত্যাগের দাবি তুলেছে আম আদমি পার্টি (আপ)। সোমবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনে আপের মহিলা শক্তি শাখা এ দাবি জানায়।

ভারতের পাঞ্জাবে এবারের বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে আপ। এর জের ধরে গত রোববার বিকেলে কলকাতার রাজপথে আনন্দ মিছিল করেছে দলটির কর্মী–সমর্থকেরা। এর মধ্য দিয়ে আপ জানান দেওয়ার চেষ্টা করেছে, আগামীতে দলটির লক্ষ্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুঁটি মজবুত করা।

এর পরপরই সোমবার আপের মহিলা শক্তি শাখার এ সংবাদ সম্মেলন হয়েছে। এতে বলা হয়, পশ্চিমবঙ্গে মহিলা কমিশন রাজ্য সরকারের তাঁবেদারি করে থাকে। রাজ্যে নারী নির্যাতন অনেক বেড়েছে। কিন্তু নারীদের সুরক্ষায় কমিশন কিছুই করছে না। এ কারণে রাজ্যের ‘অকর্মণ্য’ মহিলা কমিশনের চেয়ারম্যান থেকে সব কর্মকর্তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।

আরও পড়ুন

সংবাদ সন্মেলনে বক্তব্য দেন উত্তর ২৪ পরগনার আপের মহিলা শক্তি শাখার জেলা সম্পাদিকা তুলিকা অধিকারী। এ সময় কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনার আপের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। সাংবাদিক সন্মেলনে অবিলম্বে মহিলা কমিশনের ২৪ ঘন্টার জন্য হেল্পলাইন খোলা রাখার দাবি জানানো হয়।

আরও পড়ুন

রাজধানী দিল্লিতে ক্ষমতায় রয়েছে আপ। দলটির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির বাইরে এবারই প্রথম পাঞ্জাবে বড় জয় পেয়েছে দলটি। পাঞ্জাবের নির্বাচনে আঞ্চলিক দল হিসেবে আপের এ জয় নজিরবিহীন। পাঞ্জাবে জয়ের পর দলটি এখন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে নজর দিতে চাইছে।

আরও পড়ুন