ভারতে এক দিনে করোনায় ৫২৫ জনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

ভারতে এক দিনে ৩ লাখ ৩৩ হাজার জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টার তুলনায় সংক্রমণের হার কিছুটা কম। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫২৫ জনের। খবর এনডিটিভির।

সংক্রমণের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরে ভারতের অবস্থান। ওয়ার্ল্ডোমিটারস বলছে, দেশটিতে এ পর্যন্ত করোনায় ৩ কোটি ৯২ লাখ ৩৭ হাজার ২৬৪ জন সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৪২২ জনের।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ১৪টি রাজ্যে ১০ জনের বেশি মৃত্যু হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে যাঁরা মারা গেছেন, তাঁদের ৬০ শতাংশ পূর্ণ ডোজ টিকা নেননি।
ভারতে করোনায় ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। গতকাল শনিবার এ রাজ্যে করোনায় ৪৬ হাজার ৩৯৩ জন সংক্রমিত হন। এ নিয়ে রাজ্যে মোট ৭৪ লাখ ৬৬ হাজার মানুষ সংক্রমিত হলেন। মুম্বাইতে আগের ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ ২৮ শতাংশ কমেছে।

দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। ৫ জুনের পর এটি মৃত্যুর রেকর্ড। করোনার সংক্রমণের কারণে উত্তর প্রদেশে ৩০ জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ রাখা হবে।