ভারতে করোনার ৩৫ কোটি ডোজ টিকা প্রয়োগ

ফাইল ছবি: এএফপি

ভারতে গণটিকাকরণ কর্মসূচিতে এ পর্যন্ত মোট ৩৫ কোটি ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-১৯ বিষয়ক ওয়েবসাইট কো-উইনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার দেশটিতে এক দিনে ৩৮ লাখ ১৭ হাজার ডোজ টিকা প্রয়োগ করা হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে ২১ লাখ ৮০ হাজার ৯১৫ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়।

তৃতীয় ধাপের টিকা প্রয়োগ কর্মসূচিতে ভারতে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মাঝে এ পর্যন্ত ৯ কোটি ৩৮ লাখ ৩২ হাজার ১৩৯ প্রথম ডোজের টিকা এবং ২২ লাখের বেশি দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাডু, বিহার, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্রসহ আটটি রাজ্যের প্রতিটিতে প্রথম দফায় ৫০ লাখের বেশি ডোজ প্রয়োগ করা হয়েছে।

এ ছাড়া অন্ধ্র প্রদেশ, আসাম, ছত্তিশগড়, দিল্লি, হরিয়ানা, ঝাড়খন্ড, কেরালা, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, ওডিশা, পাঞ্জাব, উত্তরাখন্ড এবং পশ্চিমবঙ্গে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজের ১০ লাখ টিকা প্রয়োগ হয়েছে।