ভারতে গোসল করতে না চাওয়ায় ছেলেকে হত্যা করলেন মা!
ছয় বছরের ছেলেকে গোসল করাতে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক মা। পুলিশ ধারণা করছে, এই নারী হয়তো মানসিক সমস্যায় ভুগছেন।
গতকাল রোববার সকালে ভারতের পাঞ্জাবের বাথিন্দা জেলার ভাই মাটি দাস নগরে এ ঘটনা ঘটে বলে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়।
ছয় বছরের হারকিরাত সিং প্রথম শ্রেণিতে পড়ত।
বাথিন্দা স্টেশন হাউস অফিসার (সিভিল লাইনস) রাশপাল সিং বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে হারকিরাতকে তার মা গোসল করাতে চাইলে সে রাজি হয়নি। পরে জোর করে মা তাকে গোসল করাতে নিয়ে যায়। তার মুখে কাপড় গুঁজে দেন, যাতে সে শব্দ করতে না পারে। এরপর হারকিরাতের কাপড় খোলে ছুরি দিয়ে তার বুকে ও পেটে একাধিকবার আঘাত করেন। এতে তার মৃত্যু হয়।’
স্টেশন হাউস অফিসার বলেন, হারকিরাতের বাবা পারমিন্দর সিং জমি কেনাবেচার কাজ করেন। ঘটনার সময় শিশুটির দাদা বাড়ির বাইরে গাড়ি ধোয়ায় ব্যস্ত ছিলেন। আর দাদি ঘরের ভেতরেই ছিলেন।
বাথিন্দা স্টেশনের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট নবীন সিংলা বলেন, ওই মা তাঁর সন্তানকে প্রচণ্ড ভালোবাসতেন। মায়ের কিছুটা মানসিক সমস্যা থাকতে পারে। এখন তিনি ট্রমায় আছেন।
শিশুটির দাদার দেওয়া বক্তব্যের ভিত্তিতে ভারতীয় প্যানেল কোডের ৩০২ নম্বর ধারা অনুযায়ী মামলা হয়েছে।