ভারতে টিকার অনুমোদন চেয়েছে ফাইজার

যুক্তরাজ্য বুধবার ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা সে দেশে ব্যবহারের অনুমোদন দিয়েছে
প্রতীকী ছবি এএফপি

ভারতে করোনার টিকার অনুমোদন চেয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। আজ রোববার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সূত্রের বরাতে খবরে বলা হয়, জরুরি ব্যবহারের জন্য ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআইয়ের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে ফাইজার।

ডিসিজিআইয়ের কাছে প্রথম কোনো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিকা ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করল।

৪ ডিসেম্বর ডিসিজিআইয়ের কাছে আবেদনটি জমা দেয় ফাইজার ইন্ডিয়া। তারা আবেদনে ভারতে বিক্রি ও বিতরণের জন্য টিকা আমদানির অনুমোদন চেয়েছে। পাশাপাশি ভারতে টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের ব্যাপারে ছাড়ও চাওয়া হয়েছে।

ভারতে কোনো টিকার অনুমোদন পেতে হলে তার স্থানীয় পর্যায়ে (ভারতে) ক্লিনিক্যাল ট্রায়ালের বাধ্যবাধকতা রয়েছে।

সূত্র জানিয়েছ, ফাইজার বা তার সহযোগী কোম্পানি ভারতে এ ধরনের ট্রায়ালের জন্য আগে কোনো আবেদন করেনি।

তবে স্থানীয় পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া কোনো টিকার অনুমোদন দেওয়ার ব্যাপারে বিবেচনামূলক ক্ষমতা ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার রয়েছে।

গত বুধবার বিশ্বে প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য। এখন দেশটিতে শিগগির টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে।

যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ বলেছে, ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা নিরাপদ।

ফাইজারের টিকা যুক্তরাজ্যে অনুমোদন পাওয়ার পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, তারা টিকার ব্যাপারে ভারত সরকারের সঙ্গে কথা বলবে। ভারতে যাতে টিকাটি পাওয়া যায়, সে বিষয়ে কাজ করবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শুক্রবার জানিয়েছেন, দেশটিতে স্থানীয় পর্যায়ে তৈরি তিনটি টিকা ট্রায়ালের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে টিকা পাওয়া যেতে পারে।

এদিকে, বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে বাহরাইন ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরি অনুমোদন দিয়েছে। শুক্রবার দেশটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ফাইজার-বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর।