ভারতে শনাক্তের হার বেড়ে প্রায় ২০

ভারতে সংক্রমণ বাড়লেও মাঘ মেলা উপলক্ষে সাগর ও গঙ্গায় সমবেত হয়েছিল লাখো মানুষ। প্রয়াগরাজ, উত্তর প্রদেশ, ১৪ জানুয়ারি
ছবি: রয়টার্স

এক দিন আগের তুলনায় ভারতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা কমেছে, তবে বেড়েছে শনাক্তের হার। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ লাখ ৫৮ হাজারের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ৩৮৫ জন মারা গেছেন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার এ হিসাব দিয়েছে।

গতকাল রোববার ভারতে করোনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৬ দশমিক ২৮। আজ সেটা বেড়ে ১৯ দশমিক ৬৫ শতাংশে গিয়ে ঠেকেছে।

ভারতে মোট ৩ কোটি ৭৩ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে অমিক্রন ধরনে আক্রান্ত ৮ হাজার ২০৯ জন। দেশটির ২৯টি রাজ্যে অমিক্রন ধরন শনাক্ত হয়েছে।

ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর অন্যতম মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ হাজার ৩২৭ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন আরও ২৯ জন। রাজ্যটিতে এখন পর্যন্ত ৭২ লাখ ১১ হাজার ৮১০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত ১ লাখ ৪১ হাজার ৮০৮ জনের মৃত্যু দেখেছে মহারাষ্ট্র।

গতকাল দিল্লিতে ১৮ হাজার ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন আরও ২৮ জন, শনাক্তের হার ২৭ দশমিক ৮৭। এক দিন আগে দিল্লিতে শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৬৪। আইসিএমআরের সুপারিশের চেয়েও দিল্লিতে তিন গুণ বেশি করোনা পরীক্ষার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন।

ভারতের কেন্দ্রীয় সরকারের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, উপসর্গহীন মানুষের করোনা পরীক্ষার প্রয়োজন নেই। এ ছাড়া করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা লোকজনেরও করোনা পরীক্ষা করাতে হবে না। তবে অন্য কোনো রোগে আক্রান্ত অথবা বয়স ৬০ বছরের বেশি হলে পরীক্ষা করতে হবে।