মমতার মন্ত্রিসভায় নতুন মুখ ১৬, বাদ ৮ মন্ত্রী

কলকাতার রাজ ভবনে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান
ছবি: ভাস্কর মুখার্জি

আজ সোমবার পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে ৪৩ জন শপথ নিলেন। শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়।

এই মন্ত্রীদের মধ্যে ২৪ জন পূর্ণ মন্ত্রী। ১৯ জন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীদের ১০ জন আবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্ত্রিসভার সদস্য হলেন ৪৪ জন।
এর আগে গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। মমতাকে শপথবাক্য পাঠ করিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

এবারের নতুন মন্ত্রিসভায় ১৬ জনকে নতুন মন্ত্রী করা হয়েছে। নারী মন্ত্রী হয়েছেন আটজন। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সাতজন মুসলিম সম্প্রদায়ের। এবার বাদ গেছেন আটজন সাবেক মন্ত্রী। করোনার কারণে এবারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে ছোট আকারে রাজভবনেই। অনুষ্ঠিত হয়েছে রাজভবনের থ্রোন হলে। বেলা পৌনে ১১টায়। করোনার কারণে আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন অতিথি উপস্থিত ছিলেন।

আজ মন্ত্রিসভার শপথ গ্রহণ হয় তিন পর্যায়ে একসঙ্গে। প্রথম পর্যায়ে পূর্ণমন্ত্রী, দ্বিতীয় পর্যায়ে প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং তৃতীয় পর্যায়ে প্রতিমন্ত্রীদের।

আজ পূর্ণ মন্ত্রী যাঁরা হলেন তাঁদের মধ্যে আছেন সুব্রত মুখার্জি, পার্থ চ্যাটার্জি, অমিত মিত্র, সাধন পান্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, বঙ্কিম চন্দ্র হাজরা, মানস রঞ্জন ভুঁইয়া, সৌমেন কুমার মহাপাত্র, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, অরূপ রায়, রথীন ঘোষ, ফিরহাদ হাকিম, চন্দ্রনাথ সিনহা, শোভন দেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, পুলক রায়, শশী পাঁজা, মো. গোলাম রব্বানী, বিপ্লব মিত্র, জাভেদ আহমেদ খান, স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধুরী। তাঁদের মধ্যে ১৬ জন এবারই প্রথম মন্ত্রী হলেন।

প্রতিমন্ত্রী হয়েছেন ১৯ জন। এর মধ্যে ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। তাঁরা হলেন বেচারাম মান্না, সুব্রত সাহা, হুমায়ুন কবীর, অখিল গিরি, চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ, সন্ধ্যা রানী টুডু, বুলু চিক বরাইক, সুজিত বসু ও ইন্দ্রনীল সেন।

বাকি নয় প্রতিমন্ত্রী হলেন দিলীপ মণ্ডল, আখতারুজ্জামান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, ইয়াসমীন সাবিনা, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, অধিকারী পরেশ চন্দ্র ও মনোজ তিওয়ারি।

আগের মন্ত্রিসভার আটজন এবার বাদ পড়েছেন। তাঁরা হলেন মন্টুরাম পাখিরা, নির্মল মাজি, গিয়াসুদ্দিন মোল্লা, আশিস বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, তাপস রায়, জাকির হোসেন ও তপন দাশগুপ্ত।

আজ সকালের শপথের পর মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করবেন। তারপর আজই সচিবালয় নবান্নে গিয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক করবেন।