রাজ্যপালের কেলেঙ্কারির নতুন পেনড্রাইভ হাতে এসেছে: মমতা
পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, তাঁর পাশে বসাও পাপ। আজ শনিবার দুপুরে হুগলির সপ্তগ্রামে এক নির্বাচনী জনসভায় তিনি এমন মন্তব্য করেন।
মমতা বলেন, ‘রাজভবনের রাজ্যপালের কেলেঙ্কারির নতুন একটি পেনড্রাইভ আমার হাতে এসেছে। পুরোনো ফুটেজের আসল ও এডিটেড কপিও আছে। আর কত মিথ্যে প্রচার করবেন? আপনি কবে ইস্তফা দেবেন, বলেন? আমি আর রাজভবনে যাব না। রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তির কথা শুনেছি। রাজ্যপালের পাশে বসাও পাপ।’
সম্প্রতি সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন রাজভবনের এক নারী কর্মী। এ নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন তিনি। ওই নারীর অভিযোগ, তিনি দুবার রাজ্যপালের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন। তবে এ কথা অস্বীকার করেছেন সি ভি আনন্দ।
এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের হুগলি আসন থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। আজ সপ্তগ্রামের তাঁরই নির্বাচনী জনসভা ছিল। এই আসনে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। পঞ্চম দফায় ২০ মে হুগলি আসনে ভোট হবে।
আজকের জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও একহাত নেন মমতা। তিনি বলেন, ‘এবার আর রক্ষা পাবেন না। হারতে হবে আপনার দল বিজেপিকে। মিথ্যে প্রচার করে রক্ষা পাবেন না। জিততে পারবেন না। এবার ক্ষমতায় আসবে বিজেপিবিরোধীদের গড়া ইন্ডিয়া জোট। মোদিকে হটিয়ে নতুন সরকার গড়বে ইন্ডিয়া জোট।’
মমতা আরও বলেন, ‘তৃতীয় দফার ভোটের পর চোখের জল বেরিয়ে এসেছে। দুই দফায় কিছুই করতে পারেননি। এবার থেকে দেখতে থাকুন মোদিজির পতন। নারীদের নিয়ে মিথ্যে প্রচারের এবার জবাব দেবে নারী সমাজ। বাংলায় এবার বড় বড় কথা বলা বন্ধ হয়ে যাবে। মানুষ আপনাদের বুঝে নিয়েছে।’