পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে আরও যৌন হেনস্থার অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে আরও একটি যৌন হেনস্থার অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা পড়ল রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরে। এক নারী নৃত্যশিল্পী গত বছর রাজ্যপালের বিরুদ্ধে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। আজ মঙ্গলবার সেই তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র দপ্তরে জমা দিয়েছে পুলিশ। তবে রাজ্যপালের পক্ষ থেকে বিকেল চারটা পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

২ মে রাজভবনের একজন চুক্তিভিত্তিক নারী কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন। তিনি রাজ্যপালের বিরুদ্ধে লিখিত অভিযোগও জানান। গত শনিবার সেই ঘটনার তদন্ত প্রতিবেদন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে জমা দিয়েছে পুলিশ।

রাজ্যপাল অবশ্য বরাবরই সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অশুভ উদ্দেশ্যে আমার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে।’ রাজভবনের তরফ থেকেও বিবৃতি জারি করে বলা হয়েছে, সংবিধানের ৩৬১ (২), (৩) ধারা অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি তদন্ত চলতে পারে না। রাজভবনের কর্মীদের তাঁর বিরুদ্ধে আনা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে প্রকাশ্যে মুখ না খোলারও নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।

তবে পুলিশ সূত্রে জানা গেছে, ২ মের অনেক আগেই ওই নৃত্যশিল্পী পুলিশের কাছে অভিযোগ দিয়েছিলেন। ওই শিল্পীর অভিযোগ, ২০২৩ সালের জুন মাসে দিল্লির একটি হোটেলে রাজ্যপাল আনন্দ বোস তাঁকে যৌন হেনস্থা করেন।

একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে একটি পাঁচ তারকা হোটেলে তাঁর জন্য কক্ষ ভাড়া নেওয়া হয়েছিল। রাজ্যপালের এক আত্মীয় ওই বুকিং করেছিলেন বলে কলকাতার প্রচারমাধ্যমের একাংশ জানিয়েছে।

অভিযোগকারীকে উদ্ধৃত করে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বছরের ৫ ও ৬ জুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁর শ্লীলতাহানি করেন। কলকাতায় ফিরেই তিনি রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের তদন্ত প্রতিবেদন আজ স্বরাষ্ট্র দপ্তরের কাছে জমা পড়ল। তবে প্রতিবেদনে কী আছে, তা অবশ্য এখনো জানা যায়নি।

রাজ্যপালের বিরুদ্ধে আনা একাধিক যৌন হেনস্থার অভিযোগ ইতিমধ্যে পশ্চিমবঙ্গে নির্বাচনী ইস্যু হয়ে উঠেছে। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগকে কাজে লাগিয়ে বলতে শুরু করেছে, বিজেপি বাঙালি নারীদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি বিভিন্ন রাজ্যের রাজ্যপাল নিয়োগ করে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল বোসকেও নিয়োগ করেছে বিজেপি সরকার। তাই এই অভিযোগ সামনে এনে বিজেপির বিরুদ্ধে প্রচার করছে তৃণমূল। বিজেপি ও রাজ্যপালের দপ্তর—দুই জায়গা থেকেই যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুন