আরএসএস এবং নেতাজির লক্ষ্য একই: মোহন ভাগবত

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত
ছবি: এএনআই

ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর (নেতাজি) অবদানের প্রশংসা করেছেন হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তিনি সবাইকে তাঁর শিক্ষা গ্রহণ করে ভারতকে ‘বিশ্বগুরু’ করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার নেতাজির ১২৬তম জন্মবার্ষিকীতে মধ্য কলকাতার রেড রোডে আরএসএসের এক সমাবেশে ভাষণ দেন ভাগবত।

গতকালের সভায় ভাগবত বলেন, দক্ষিণপন্থী আরএসএস এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর লক্ষ্য একই—ভারতকে একটি মহান জাতি হিসেবে গড়ে তোলা। গতকালই এক বিবৃতিতে নেতাজির কন্যা অনিতা বসু পাফ বলেছেন, নেতাজির আদর্শের সঙ্গে আরএসএসের মতাদর্শের কোনো মিল নেই। আরএসএস একটি হিন্দু জাতীয়তাবাদী সংগঠন, অপর দিকে নেতাজি বিশ্বাস করতেন ধর্মনিরপেক্ষতায়।

আরও পড়ুন

কলকাতার সভায় ভাগবত বলেন, ‘আমরা নেতাজিকে স্মরণ করি শুধু এই জন্য নয় যে স্বাধীনতা সংগ্রামে তাঁর মূল্যবান অবদানের জন্য তাঁর কাছে আমরা কৃতজ্ঞ। আমরা তাঁর গুণ আত্মস্থ করার জন্যও তাঁকে স্মরণ করি। তিনি যে ভারত গড়তে চেয়েছিলেন সে স্বপ্ন আজও পূর্ণ হয়নি। সেই ভারত গড়ার জন্য কাজ করে যেতে হবে।’ পরিস্থিতি এবং পথ ভিন্ন হলেও, তাদের গন্তব্য একই বলেও ভাগবত মন্তব্য করেন।

মোহন ভাগবত বলেন, ‘সুভাষচন্দ্র বসু প্রথমে কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। পরে সত্যাগ্রহের পথে আন্দোলন করেছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে এটি যথেষ্ট নয়, তখন তিনি সরাসরি স্বাধীনতার সংগ্রাম শুরু করলেন। আমাদের পথ ভিন্ন ভিন্ন কিন্তু লক্ষ্য একই।’

আরএসএস প্রধান ভাগবত বলেন, ‘অনুসরণ করার জন্য আমাদের সামনে তাঁর আদর্শ রয়েছে। তাঁর যে লক্ষ্য ছিল তা আমাদেরও সেটাই লক্ষ্য...নেতাজি বলেছিলেন ভারত বিশ্বের একটি ছোট সংস্করণ এবং ভারতকেই বিশ্বকে পথ দেখাতে হবে। আমাদের সকলকে সেই লক্ষ্যেই কাজ করতে হবে।’