ভারী বৃষ্টি: হিমাচল প্রদেশে ২৪ ঘণ্টায় ১৬ ব্যক্তির মৃত্যু

হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি হচ্ছে
ছবি: এএনআই

ভারতের হিমাচল প্রদেশে ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি-সংশ্লিষ্ট পৃথক দুটি ঘটনায় অন্তত ১৬ ব্যক্তি মারা গেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

ভারী বৃষ্টিজনিত ঘটনায় গতকাল রোববার রাতে রাজ্যের সোলান জেলায় সাতজন মারা যান। অন্যদিকে, রাজ্যের শিমলা শহরের সামার হিল এলাকায় আজ সোমবার একটি শিবমন্দিরে ভূমিধসে ৯ ব্যক্তির মৃত্যু হয়েছে।

শিমলার ডেপুটি কমিশনার আদিত্য নেগি সংবাদ সংস্থা পিটিআইকে জানান, শহরে ২টি ভূমিধসের ঘটনায় ১৫ থেকে ২০ জন লোক চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোলানের কান্দাঘাটের মামলিগ গ্রামে ভারী বৃষ্টির পর বিপর্যস্ত পরিস্থিতি থেকে ছয় ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। বৃষ্টিতে দুটি বাড়ি ও একটি গোয়ালঘর ভেসে গেছে বলে জানায় বার্তা সংস্থা এএনআই।

হতাহতের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু টুইট করে গভীর দুঃখ ও সমবেদনা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন, ভুক্তভোগী পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সাহায্য ও সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দিয়েছেন।

রাজ্যের জরুরি অপারেশন সেন্টারের তথ্য মতে, ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বিপর্যস্ত পরিস্থিতির কারণে হিমাচল প্রদেশের ৭৫২টি রাস্তা বন্ধ হয়ে গেছে।

ভারী বৃষ্টিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আজ সোমবার পার্বত্য রাজ্যটির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী এই তথ্য জানান।

রাজ্যের শিক্ষা দপ্তর এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আজ নির্ধারিত বিএডসহ স্নাতকোত্তরের সব পরীক্ষা বাতিল করা হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ আজ জানিয়েছে, হিমাচল প্রদেশ ও প্রতিবেশী উত্তরাখন্ডে ভারী বৃষ্টি হচ্ছে। এই ভারী বৃষ্টির কারণ—পশ্চিমি ঝঞ্ঝা।